আরিফ আহম্মেদ, গৌরীপুর
গৌরীপুর উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হলেও সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষকেরা। ফলে আমন ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করছে উপজেলা খাদ্য বিভাগ। বাজারে ধানের প্রচুর জোগান থাকলেও এখনো খালি পড়ে আছে খাদ্যগুদাম। গৌরীপুরে চলতি মৌসুমে চার হাজার ৪৮৬ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও কেনা হয়েছে মাত্র দুই টন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ধান কেনার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭ টাকা। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে হয় শুকিয়ে ও নির্দিষ্ট আর্দ্রতায়। এটি ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ মনে করেন কৃষক।
শাহবাজপুর গ্রামের কৃষক শাহীন মিয়া বলেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি অনেক ঝামেলার। শুকনো ও নির্দিষ্ট আর্দ্রতা যাচাই করে ধান কেনেন তারা। আর পাইকারি বাজারে সহজেই ধান বিক্রি করা যায়। শুকানোর ঝামেলাও নেই।
অপরদিকে পাইকারি বাজারে কৃষকেরা ভেজা ধান বিক্রি করছেন প্রায় সমমূল্যে। যে কারণে সরকারি গোডাউনের চেয়ে পাইকারি বাজারে ধান বিক্রি কম ঝামেলাপূর্ণ ও লাভজনক মনে করেন তাঁরা।
গৌরীপুর উত্তর বাজারের পাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব পাল জানান, এবার আমন মৌসুমে ধান ক্রয় করা হচ্ছে ৫৯ ধান প্রতি মন ১ হাজার ২০ টাকা, ফাইজং ১ হাজার ২৫০, আতপ ৩৪ ধান ১ হাজার ৬৩০ ও মোটা ৯১০ টাকা।
গৌরীপুরের খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, এবার আমন কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৪৮৬ মেট্রিক টন। ইতিমধ্যে দুই টন কেনা হয়েছে। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে খাদ্য বিভাগের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। তবে সরকারি মূল্যের চেয়ে পাইকারি বাজারে ধানের মূল্য বেশি থাকায় শঙ্কা থাকলেও লক্ষ্য পূরণে আশাবাদী তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, এবার আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০ হাজার ৮৬৫ মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ঝামেলা কম ও মূল্য বেশি থাকায় সরকারি খাদ্যগুদামের চেয়ে পাইকারি ধান বিক্রি করতে বেশি আগ্রহী দেখা যায় কৃষকদের।
এদিকে আগেই ধান চাল সংগ্রহ শুরু হলেও গৌরীপুরে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
গৌরীপুর উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হলেও সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না কৃষকেরা। ফলে আমন ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করছে উপজেলা খাদ্য বিভাগ। বাজারে ধানের প্রচুর জোগান থাকলেও এখনো খালি পড়ে আছে খাদ্যগুদাম। গৌরীপুরে চলতি মৌসুমে চার হাজার ৪৮৬ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও কেনা হয়েছে মাত্র দুই টন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ধান কেনার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭ টাকা। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে হয় শুকিয়ে ও নির্দিষ্ট আর্দ্রতায়। এটি ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ মনে করেন কৃষক।
শাহবাজপুর গ্রামের কৃষক শাহীন মিয়া বলেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি অনেক ঝামেলার। শুকনো ও নির্দিষ্ট আর্দ্রতা যাচাই করে ধান কেনেন তারা। আর পাইকারি বাজারে সহজেই ধান বিক্রি করা যায়। শুকানোর ঝামেলাও নেই।
অপরদিকে পাইকারি বাজারে কৃষকেরা ভেজা ধান বিক্রি করছেন প্রায় সমমূল্যে। যে কারণে সরকারি গোডাউনের চেয়ে পাইকারি বাজারে ধান বিক্রি কম ঝামেলাপূর্ণ ও লাভজনক মনে করেন তাঁরা।
গৌরীপুর উত্তর বাজারের পাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব পাল জানান, এবার আমন মৌসুমে ধান ক্রয় করা হচ্ছে ৫৯ ধান প্রতি মন ১ হাজার ২০ টাকা, ফাইজং ১ হাজার ২৫০, আতপ ৩৪ ধান ১ হাজার ৬৩০ ও মোটা ৯১০ টাকা।
গৌরীপুরের খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, এবার আমন কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৪৮৬ মেট্রিক টন। ইতিমধ্যে দুই টন কেনা হয়েছে। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে খাদ্য বিভাগের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। তবে সরকারি মূল্যের চেয়ে পাইকারি বাজারে ধানের মূল্য বেশি থাকায় শঙ্কা থাকলেও লক্ষ্য পূরণে আশাবাদী তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, এবার আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০ হাজার ৮৬৫ মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ঝামেলা কম ও মূল্য বেশি থাকায় সরকারি খাদ্যগুদামের চেয়ে পাইকারি ধান বিক্রি করতে বেশি আগ্রহী দেখা যায় কৃষকদের।
এদিকে আগেই ধান চাল সংগ্রহ শুরু হলেও গৌরীপুরে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫