Ajker Patrika

রাকিব হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০২
রাকিব হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা

তিন বছর পার হলেও বনানীর আলোচিত রাকিব হত্যার বিচার হয়নি এখনো। রাকিব হোসেন হামজা ছাত্রলীগের বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। খুনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত শুরু করে। কিন্তু এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সংস্থাটি। এসব নিয়ে আক্ষেপ করে দ্রুত বিচার দাবি করেছেন রাকিবের মা মাকসুদা হোসাইন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাকিবের বাবা আলতাফ হোসেন, বন্ধু নুর ইসলাম এবং পরিবারের অন্য কয়েকজন সদস্য।

কান্নাজড়িত কণ্ঠে রাকিবের মা মাকসুদা জানান, ২০১৮ সালের ৭ ডিসেম্বর রাতে কড়াইল আনসার ক্যাম্পসংলগ্ন দুলাল মিয়ার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। সে তিতুমীর কলেজের বিবিএর ছাত্র ছিল। এলাকায় মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল রাকিব। যে কারণে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা শত্রুতা করে রাকিবকে হত্যা করে।

রাকিবের বাবা আলতাফ জানান, খুনের দিনেই তিনি বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম ওরফে সাজিব ওরফে বোঝা সজীব, জসিম ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।

রাকিবের মা বলেন, ‘গত ৭ ডিসেম্বর আমার সন্তান হারানোর তিন বছর পূর্ণ হলো। কিন্তু আজ পর্যন্ত আমার সন্তান হত্যার বিচার পাইনি। খুনিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। শফিকুল ইসলাম ওরফে সজীব ওরফে বোচা সজীব জামিন নিয়ে বের হয়ে এসে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার সন্তান হত্যায় কারও কিছু হবে না বলে তুচ্ছতাচ্ছিল্য করছে।’

মাকসুদা হোসাইন বলেন, ‘মাননীয় আদালতে আমাদের আবেদনের প্রেক্ষিতে মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। কিন্তু দীর্ঘ সময় গেলেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি পিবিআই। একদিকে খুনিরা ভিকটিমের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে, পুলিশ সকল খুনিকে গ্রেপ্তার করতে পারেনি; অন্যদিকে তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রতা চলছে। এমতাবস্থায়, আমরা হতাশ হয়ে পড়ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত