Ajker Patrika

দোয়ারাবাজারে সংঘর্ষে নিহত ১, আহত ২০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২০
দোয়ারাবাজারে সংঘর্ষে নিহত ১, আহত ২০

দোয়ারাবাজার উপজেলায় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে নজির হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার উপজেলার মান্নারগাঁওয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ১১টায় মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের নজির হোসেন পক্ষ ওই গ্রামে ধান কাটছিলেন। এ সময় মান্নারগাঁও গ্রামের মদরিস আলীর আলীর পক্ষের এক ব্যক্তির গরু সে ধান খাওয়া শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ ও এলাকাবাসী এসে পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় নজির হোসেনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাকিরা সুনামগঞ্জ ও সিলেট হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছেন। আটকেরা হলেন-মান্নারগাঁও শেখপাড়া গ্রামের মদরিছ মিয়া (৫২) মখাব্বির হোসেন (৪৫), মান্নারগাঁওয়ের হৃদয় মিয়া (১৭) ও আমবাড়ী গ্রামের লোকমান হোসেন (১৭)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নজির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় সোমবার রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। ইতিমধ্যে পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত