Ajker Patrika

পর্যটকদের জন্য বিশেষ ছাড়

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারের সমুদ্রসৈকতে বসছে সাত দিনের পর্যটন মেলা। বিশ্বের দীর্ঘতম এ সমুদ্রসৈকতকে দেশে-বিদেশে তুলে ধরতে জেলা প্রশাসন ও সৈকত ব্যবস্থাপনা কমিটি এ মেলার আয়োজন করে।

আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩ অক্টোবর পর্যন্ত। সৈকতের লাবণী পয়েন্টে এ উৎসবে নানা আয়োজন রয়েছে। মেলা উপলক্ষে পর্যটকদের জন্য থাকছে থাকা-খাওয়ায় বিশেষ ছাড়। জেলা প্রশাসন শহরের হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে। ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও সৈকত ব্যবস্থাপনা কমিটি বিশেষ ছাড় ঘোষণা করলেও ব্যবসায়ীরা সমন্বয়হীনতার অভিযোগ করছেন। তাঁদের দাবি, কোনো আলোচনা ছাড়াই এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে ঘোষিত বিশেষ ছাড় বাস্তবায়ন নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে।

মেলায় থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামীর প্রজন্মবিষয়ক রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, ফুটবল, ক্রিকেটসহ কক্সবাজারের নানান ঐতিহ্য নিয়ে নাটক। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় সৈকতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। মেলায় বসছে ২৩০টি স্টল। এতে স্থানীয় নানা পণ্য, জনপ্রিয় আচার, শুঁটকি, পিঠাসহ থাকবে হরেক রকমের আয়োজন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে দেওয়া হবে ২৫ ভাগ পর্যন্ত ছাড়। এ ছাড়া সৈকতের কিটকট (বিচ ছাতা), বিচ বাইক, ওয়াটার বাইক, প্যারা সাইক্লিং, ছবি তোলাসহ পর্যটন-সংশ্লিষ্ট অন্যান্য সেবায় বিভিন্ন অঙ্কের ছাড় রয়েছে।

তবে কক্সবাজারের রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল বলেন, জেলা প্রশাসন যে ছাড়ের কথা বলছে, তা নিয়ে মালিকদের সঙ্গে কোনো আলাপ করা হয়নি।

নাইমুল হক চৌধুরী টুটুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া রেস্তোরাঁর মালিকদের পক্ষে সম্ভব নয়। তাঁরা খুব বেশি হলে ক্ষেত্রবিশেষ ১৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিতে পারবেন।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সমিতিভুক্ত প্রতিটি হোটেলে একটি কক্ষ ৮০০ টাকায় এক রাতের জন্য বুকিং দেওয়া হবে। অন্যান্য কক্ষ ৫০ থেকে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত