Ajker Patrika

জমিতে পানি পেতে খালের পলি অপসারণে নিজেরাই

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
Thumbnail image

ডুমুরিয়ায় অবশেষে কৃষকদের স্বেচ্ছাশ্রমে গজড়া-ভাঙ্গা খালের পলি অপসারণের কাজ শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এবং বোরো আবাদে সেচের জন্য গত মঙ্গলবার থেকে জেলেরডাঙ্গা ও ভেলকামারি বিলের দুই শতাধিক কৃষক ও ঘের ব্যবসায়ী খালের পলি অপসারণের কাজ করছেন।

জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জেলেরডাঙ্গা ও ভেলকামারি মৌজার প্রায় ৭৩০ একর জমির পানি নিষ্কাশন হয় এ খাল দিয়ে। খালটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে। খালটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড করা নেই, তবে এর আঞ্চলিক নাম গজড়া-ভাঙ্গা খাল।

বছর তিনেক আগে মৎস্য দপ্তরের আওতায় ৩০ ফুট প্রস্থেও খালটি সামান্য খনন করা হয়েছিল। গেল বছর তা পলি পড়ে সমতল ভূমিতে পরিণত হয়। এখন ছোট্ট একটি জোলা আছে, যা দিয়ে দুই বিলের পানি নিষ্কাশন অসম্ভব হয়ে পড়েছে।

উপায় না পেয়ে বিল কমিটির উদ্যোগে গত মঙ্গলবার থেকে স্বেচ্ছাশ্রমে পলি অপসারণের কাজে নেমে পড়েছেন দেড় শতাধিক কৃষক। বুধবার সকাল থেকে দিনভর তাঁরা পলি অপসারণের কাজ করছেন।

কৃষক অনাদি মণ্ডল বলেন, ‘বোরো আবাদের সময় খালের পানির ওপর নির্ভর করে কৃষকেরা। কিন্তু খালে পলি পড়ায় এবার আমরা বড় দুশ্চিন্তার মধ্যে পড়েছি। তাই উপায় না পেয়ে স্বেচ্ছায় পলি অপসারণে কাজ করছি।’

এ প্রসঙ্গে একতা ঘের কমিটির সভাপতি মোনায়েম গাজী বলেন, ‘পলি পড়ে খাল একেবারেই ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন না হলে চলতি বোরো আবাদের ক্ষতি হবে। তাই আমরা স্বেচ্ছাশ্রমে এ কাজ করছি।’

মোনায়েম গাজী আরও জানান, এই খালের ওপর নির্ভরশীল এলাকার শতশত কৃষক। সঠিকভাবে পানি নিষ্কাশন না হলে আশানুরূপ ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই সরকারিভাবে খালটি পুনর্খননের দাবি করেন তিনি।

এ বিষয়ে ভদ্রা ও সালতা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ এনামুল হোসেন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের ২৭/২ পোল্ডারের আওতাধীন কোমলপুর স্লুইসগেটের কপাট নষ্ট থাকায় জোয়ার-ভাটায় খালটিতে পলি পড়ে ভরাট হয়েছে। দ্রুত গেটের কপাট মেরামত করা হবে। তবে বিলের পানি নিষ্কাশন করতে এই মুহূর্তে পলি অপসারণ একান্ত প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত