Ajker Patrika

বেড়েছে সরিষার আবাদ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৭: ৩৫
বেড়েছে সরিষার আবাদ

নেত্রকোনার ১০টি উপজেলায় সরিষার আবাদ বেড়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরাা। ভালো দাম পাবেন বলেও আশা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রবি মৌসুমে নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ৫ হাজার ৫২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়। যা গত বছরের তুলনায় ৪০০ হেক্টর বেশি। গত বছর পাঁচ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। প্রতি হেক্টরে দেড় থেকে মেট্রিক টন সরিষার ফলন আশা করা হচ্ছে।

সরজমিনে সদর উপজেলার মেদনি, কলমাকান্দা উপজেলার খারনৈ, মোহনগঞ্জ উপজেলার ভাটিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠগুলো হলুদ কার্পেটে পরিণত হয়েছে। চারদিকে শুধু হলুদ আর হলুদ।

মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের কৃষক রবিদাস বলেন, এটি হাওর অঞ্চল। বছরের সাত থেকে আট মাসই এখানে পানি থাকে। বাকি সময়টায় কৃষক এমনিতে ধান চাষ করে থাকেন। আগে এই এলাকায় প্রচুর সরিষার আবাদ হতো। মাঝখানে একটু কম ছিল। গত কয়েক বছর ধরে আবার প্রচুর পরিমাণে সরিষার আবাদ হচ্ছে।

কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কৃষক নাজমুল আলম বলেন, এখানে বরাবরেই ভালো সরিষা উৎপাদিত হয়ে থাকে। কিন্তু গত কয়েক বছর ধরে ভালো বিজের অভাবে এখানকার কৃষক সরিষা আবাদ কমিয়ে এনেছিল।

সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তারা সহযোগিতা করায় এবং ভালো বীজ পাওয়ায় কৃষকেরা আবার সরিষা উৎপাদনে উদ্বদ্ধু হচ্ছে।

সদর উপজেলার বাংলা গ্রামের কৃষক আবু হোসেন বলেন, সরিষা চাষ করা এখন সব দিক থেকেই লাভ। আগে শুধু সরিষার বিজ তেলের জন্য বিক্রি করা হতো। এখন শাক ও ফুল সবকিছুই বিক্রি করা যায়। যে কারণে তিনি এবার ৫০ শাতাংশ জমিতে সরিষা চাষ করছেন। এরই মধ্যে বেশ কয়েক হাজার টাকার শাক ও ফুল বিক্রি করেছেন। আর কিছুদিন পর এসব গাছে সরিষা ধরবে। পরে এই জমিতে অন্য কিছু চাষ করা হবে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফ এম মোবারক আলী বলেন, গত বছর কৃষকদের জমিতে সরিষার ফলন ভালো হয়েছে। যে কারণে জেলার ১০ উপজেলায় সরিষার আবাদ এবার কিছুটা বেড়েছে।

এ ছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় এবং তাপমাত্রা স্বাভাবিক থাকার কারণেও সরিষার জমিগুলো এখন পুষ্ট হয়েছে। সরিষার ভালো ফলনের জন্য আমরা কৃষকদের মাঠ পর্যায়ে নানা পরামর্শ দিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত