Ajker Patrika

‘মানুষের পক্ষে কেউ নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৮: ১৯
‘মানুষের পক্ষে কেউ নেই’

শুরু হয়েছে ময়মনসিংহ থেকে। এরপর খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর হয়ে সিলেটে এসেও সেই একই অবস্থা। রাজনৈতিক সমাবেশ করছে বিএনপি। প্রতিবারের মতো এবারও সমাবেশের আগের দিন থেকে গাড়িঘোড়া সব বন্ধ। সিলেটের সঙ্গে বিভাগের অপর তিন জেলা পরিণত হয়েছে ভোগান্তির জনপদে।

আজ শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগে বিভাগের তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। হবিগঞ্জ আরও এগিয়ে, সেখানে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিকেরা। এতে পথচারীদের পাশাপাশি ভুগছেন পরিবহন শ্রমিকেরাও।

সিলেট থেকে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি জানান, সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে গতকাল অধিকাংশ বাস অলস পড়ে থাকতে দেখা যায়। দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও বন্ধ ছিল বাস চলাচল।

বরিশালে যাওয়ার বাসের জন্য কদমতলী টার্মিনাল ঘুরে হয়রান সুনামগঞ্জ থেকে আসা চার যুবক। তাঁরা জানান, চাকরি বাঁচাতে হলে যেভাবেই হোক, তাঁদের যেতে হবে। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তাঁরা বাস পাচ্ছেন না।

এ রকম অনেকেই জরুরি প্রয়োজনে বেরিয়ে বাস না পেয়ে বড় বিপদে পড়েন। তাঁদের একজন শ্রীমঙ্গলের সাজু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে জনগণের কথা কেউ চিন্তা করে না।

আমাদের পক্ষে কেউ নেই। সবাই খালি জনগণকে বাঁশ দেয়। যেতে না পারায় আমার আজ ১০ হাজার টাকা লোকসান।’

রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে ধর্মঘট ডাকায় অনেক শ্রমিকও ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকাগামী মিতালি পরিবহনের চালকের সহকারী নুর মিয়া বলেন, ‘নেতারা সবাই রাজনীতি করে, ধর্মঘট ডাকে। কিন্তু আমাদের শ্রমিকদের কেউ দেখে না। গাড়ি না চললে খামু কী? কোনো নেতা তো ১০০ টাকা দিয়ে বলবে না, কিছু খেয়ে নাও।’

তবে সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির বলেন, ‘দাবি আদায়ে আমরা বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছি। মানুষকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

হবিগঞ্জ থেকে আজকের পত্রিকার প্রতিনিধি জানান, সড়কে প্রশাসনিক হয়রানি ও অবৈধ যান বন্ধের দাবিতে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে এ জেলায়। আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাসমালিকেরা এই ধর্মঘটের ঘোষণা দেন। বাসমালিকেরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

ধর্মঘটের কারণে হবিগঞ্জের সঙ্গে দূরপাল্লার সব যানবাহন বন্ধ থাকায় গতকাল সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে জেলা বাসস্ট্যান্ডে মালামাল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। তাদের মধ্যে অনেকেই প্রয়োজনীয় বাহন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। আবার খুব জরুরি কাজে বের হওয়া মানুষেরা বাধ্য হয়ে বিকল্প উপায়ে গন্তব্যের পথ ধরেন। যাত্রীদের এমন দুরবস্থার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনাসহ কিছু বাহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। বাসস্ট্যান্ডে ঢাকা যাওয়ার বাসের অপেক্ষায় থাকা পোশাক ব্যবসায়ী সুবোধ চন্দ্র বলেন, ‘মাল কিনতে প্রতি শুক্রবার ঢাকায় যাই। কিন্তু ধর্মঘট ডাকায় আজ যেতে পারছি না। মাল আনতে না পারলে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে।’

মৌলভীবাজার প্রতিনিধি জানান, গতকাল সকালে শুরু হওয়া ৪৮ ঘণ্টার ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরের পৌর বাসস্ট্যান্ড, ঢাকা-সিলেট বাসস্ট্যান্ড এবং চাঁদনীঘাটের কুলাউড়া-বড়লেখা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাসগুলো টার্মিনালে সারিবদ্ধ করে রাখা হয়েছে।

চাঁদনী ঘাট বাসস্ট্যান্ডে ধর্মঘট নিয়ে খেদের কথা জানান জহির মিয়া নামের এক পরিবহনশ্রমিক। তিনি বলেন, ‘আমরা ধর্মঘট করছি, আমাদের নেতারা বলছেন তাই। নেতাদের কথায় চলতে হয়। তবে আমাদের তো রোজগার না করলে ঘরে খাবার জোটে না।’

বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা নাসিমা আক্তার নামের এক যাত্রী বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে দেখি ধর্মঘট চলছে। এখন অটোরিকশা ভাড়া করে শ্রীমঙ্গল যাব, সেখান থেকে ট্রেনে ঢাকা যাব। খরচ আর সময় নষ্ট হলো।’

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, হঠাৎ পরিবহন ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই জেলার মানুষও। সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের রহিম উদ্দিন বলেন, ‘আমার অসুস্থ মা সিলেট হাসপাতালে ভর্তি আছে। বাস না থাকায় বিকল্প উপায়ে যেতে বেশি টাকা খরচ করতে হচ্ছে।’

তবে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি টার্মিনাল সংস্কার করা, লামাকাজি সেতু থেকে টোল বন্ধ করা ও নিবন্ধনহীন সিএনজি অটোরিকশা অপসারণ করা। দাবি আদায়ে আমরা ধর্মঘট ডেকেছি। দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত