Ajker Patrika

বিশ্বকাপ প্রস্তুতি তবে দেশেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ প্রস্তুতি তবে দেশেই

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশ দলের একটি ক্যাম্প করার আলোচনা শোনা যাচ্ছিল। সম্ভাব্য ভেন্যুর তালিকায় ছিল সংযুক্ত আরব আমিরাতও। যদিও দেশের বাইরে ক্যাম্পের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ক্যাম্প তারা এখন দেশেই করার কথা ভাবছে।

বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, তামিম-সাকিবদের বিশ্বকাপ প্রস্তুতি দেশেই করার চিন্তা। দেশের মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি কোথায় হতে পারে, এখন এটা নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ প্রস্তুতির ভেন্যু দেশের বাইরে রাখতে না পারার পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। প্রথমত, এখনো বিশ্বকাপের চূড়ান্ত সূচি দেয়নি আইসিসি। ভেন্যু চূড়ান্ত না হওয়ায় পরিকল্পনা সাজাতে বেগ পেতে হচ্ছে। কদিন আগে এ নিয়ে অভিযোগের সুর ছিল বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে। অবশ্য গত পরশু ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের বেশির ভাগ ম্যাচ হতে পারে কলকাতা ও গুয়াহাটিতে। এ খবর সত্যি হলে তামিমদের দেশের বাইরে ক্যাম্প করার প্রয়োজনীয়তা তেমন থাকবে না। কলকাতা ও গুয়াহাটি—দুটিরই দূরত্ব বাংলাদেশের খুব কাছাকাছি।

দেশের বাইরে ক্যাম্প না করার চিন্তায় প্রভাব রাখতে পারে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ব্যস্ত সূচিও। আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান। বিশ্বকাপের আগে আগে আগামী সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা এশিয়া কাপ, যেটির আয়োজন স্বত্ব পাকিস্তানের। এরপর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। আফগানিস্তান সিরিজ শেষে মাঝে ফাঁকা সময় জুলাইয়ের শেষ ও আগস্ট। আফগানিস্তান সিরিজের পর এই ফাঁকা সময় কাজে লাগাতে চায় বিসিবি। এই সময় দেশে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এই ক্যাম্প শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে। এক মাসের বেশি সময় চলবে এই প্রস্তুতি।

সাধারণত যেকোনো সিরিজের আগে নির্দিষ্ট কয়েক দিনের প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ। তবে বিশ্বকাপ সামনে থাকায় প্রস্তুতি লম্বা সময় ধরেই হবে। আলাদাভাবে ক্রিকেটাররা ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবেন এই ক্যাম্পে। এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে। এশিয়া কাপের পর আমরা খুব অল্প সময় পাব। আমার মনে হয় না এত কম সময়ের মধ্যে বাইরে গিয়ে ক্যাম্প করা যাবে। যদি না হয়, আমরা হয়তো দেশেই ক্যাম্প করব। প্রস্তুতির ক্ষেত্রে সূচিটা জানা গুরুত্বপূর্ণ। সূচিটা দিয়ে দিলে আমরা নিজেদের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করতে পারি।’

এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হলেও এক অর্থে তাই বাংলাদেশের জন্য নিজেদের শক্তিমত্তা বাজিয়ে দেখারও। বিশ্বকাপ সামনে রেখে দলে কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওয়ানডেতে বাদ পড়া আফিফ হোসেনেরও জায়গা হয়নি। তবে বিশ্বকাপ দলে এখনো আফিফের সুযোগ দেখেন খালেদ মাহমুদ সুজন। গতকাল মিরপুরে আবাহনীর কোচ ও বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমার মনে হয়, সে (আফিফ) চিন্তাভাবনায় নেই, তা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। আফিফ বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

চেমসফোর্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কোচের চাওয়া অনুযায়ী একটু আগেই ইংল্যান্ডে গেছে বাংলাদেশ দল। দুই দিন অনুশীলনের পর তাদের খেলার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু গত পরশু বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়। এবার ইংল্যান্ডে সিরিজটা হতে যাওয়ায় বাংলাদেশের জন্য একটু কঠিনই হতে পারে বলে মনে করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। কারণ, কন্ডিশন পুরোপুরি ভিন্ন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত