Ajker Patrika

গরম কাপড় কেনার হিড়িক

মো. মাহবুব-উল-আহসান উল্লাস, খোকসা (কুষ্টিয়া) 
গরম কাপড় কেনার হিড়িক

ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তীব্র এ শীতে কুষ্টিয়ার খোকসায় পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। খোকসার বিভিন্ন হাটবাজারে ও ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে পুরোনো কাপড় বেচাকেনা।

হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের দোকানগুলো থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় কিনছেন। ক্রেতারা জানান, নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরোনো কাপড় দোকানের দিকে তাঁরা ছুটছেন। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে থাকে উপচেপড়া ভিড়।

সরেজমিনে দেখা যায়, খোকসা পৌর মার্কেটের সামনে ও থানা রোডের ফুটপাতের দোকানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো শীতের গরম পোশাক বিক্রি হচ্ছে। কম দামে শীতের পোশাক কিনতে এসব দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতা।

পৌর মার্কেটের সামনের ফুটপাতে শীতের পুরনো কাপড়ের দোকান ঘুরে জানা গেছে, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ১৫০ টাকা, বড়দের সোয়েটার ১৫০ থেকে ৩০০, ছোটদের জ্যাকেট ১৫০ থেকে ৫০০, বড়দের জ্যাকেট ২০০ থেকে ১০০০, ব্লেজার ১০০ থেকে ৫০০, ফ্রক জ্যাকেট ২০০ থেকে ৪০০, উলের তৈরি ছোটদের পায়জামা ১০০ থেকে ২০০ ও বড়দের পায়জামা ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পৌর এলাকার প্রধান সড়কের পোস্ট অফিসের সামনের ফুটপাত থেকে শীতের পোশাক কিনছেন কমলাপুর গ্রামের ইদ্রিস আলী। তিনি বলেন, নতুন সোয়েটারের দাম বেশি হাওয়ার জন্য তা কিনতে পারলাম না। তীব্র শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ২৩০ টাকা দিয়ে পুরনো সোয়েটার কিনলাম।

একই এলাকায় শীতের কাপড় কিনতে আসা ভ্যানচালক রিয়াজ উদ্দিন বলেন, অনেক রাত ধরে ভ্যান চালাই। এ জন্য মোটা কাপড় ছাড়া শীত নিবারণ করা যাচ্ছে না। এখানে কম দামে ভালো জ্যাকেট পাওয়ার আশায় এসেছি। তবে এ বছর দাম তুলনামূলক বেশি।

থানা রোডের পাশের ফুটপাতে শীতের পোশাক কিনতে এসেন বিলজানি গ্রামের জাহানারা বেগম। তিনি বলেন, কম দামে ভালো মানের কাপড় পাওয়া যায় তাই প্রতিবছর এখান থেকে কাপড় কিনি।

থানা রোডের ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতা মিলন শেখ বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ পুরোনো কাপড়ের দোকানে বেশি আসেন। গত বছরের তুলনায় পুরনো কাপড়ের দাম এ বছর কিছুটা বেশি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত