Ajker Patrika

ভিটামিন ‘এ’ পাবে সাড়ে ৩ লাখ শিশু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩০
ভিটামিন ‘এ’ পাবে সাড়ে ৩ লাখ শিশু

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। এতে ৩ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন নিয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন এ বি এম আবু হানিফ।

সভায় সিভিল সার্জন হানিফ জানান, ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এতে জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৯০৯ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫ হাজার ৯৪ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত