Ajker Patrika

জনগণের স্বার্থের কথা ভাবে না সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ১৩
জনগণের স্বার্থের কথা ভাবে না সরকার

সরকার জনগণের কথা চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। গতকাল শনিবার রাজধানীতে পৃথক কর্মসূচিতে তাঁরা এমন মন্তব্য করে বলেন, সরকারের আচরণ দেখে বোঝাই যাচ্ছে, যারা মুনাফালোভী, তাদের কাছে সরকার জিম্মি। তাই তারা ব্যবসায়ীদের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ দেখে না।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে মানববন্ধন করে সিপিবি। এতে অংশ নিয়ে বক্তব্য দেন সিপিবির (মার্ক্সবাদী) সভাপতি ডা. এম. এ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল খালিদ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকার প্রমুখ। বক্তারা বলেন, এ বছরের করোনা মহামারিতে জনগণ কোনোরকম খেয়ে না-খেয়ে জীবনধারণ করছে। সরকার সেদিকে দৃষ্টি না দিয়ে আবারও কেরোসিন ও সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই সরকার জনগণের কথা চিন্তা করে না।

এদিকে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদের ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলি, মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, জসিম উদদীন, রোকসানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। তাঁরা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সিন্ডিকেট ও মুনাফাখোরদের স্বার্থ রক্ষা করছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত