Ajker Patrika

জমির দখল নিতে বাধা দেওয়ায় মাকে মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
জমির দখল নিতে বাধা দেওয়ায় মাকে মারধর

ঠাকুরগাঁওয়ে জমি দখলে নিতে বয়স্ক মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মা শান্তি চক্রবর্তী (৬৮)।

লিখিত অভিযোগে বলা হয়, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া এলাকার শান্তি চক্রবর্তীর ছোট ছেলে কেশব চক্রবর্তী তাঁর পৈতৃক সম্পত্তির সাড়ে তিন বিঘা জমি ৮ বছর আগে মা শান্তির নামে দানপত্র করে দেন। সম্প্রতি জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ছেলে মনি চক্রবর্তী ও সৎ ছেলে বিনয় চক্রবর্তীর সঙ্গে ঝগড়া-বিবাদ হয় শান্তির।

গত ১৬ নভেম্বর দুপুরে জমি জবর দখলে নেওয়ার উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান তাঁরা। খবর পেয়ে মা শান্তি চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় ছেলে মনি, পুত্রবধূ বন্দনা, সৎ ছেলে বিনয় ও তাঁর স্ত্রী চঞ্চলা ও ছেলে উৎসব শান্তির ওপর হামলা চালায়। বেধড়ক মারপিট করেন। শান্তির চিৎকার শুনে ছেলে লক্ষণ, পুত্রবধূ অঞ্জলী চক্রবর্তী ও নাতি অনিক এগিয়ে আসলে তাদেরও মারপিট করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত ছেলে মনি চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মায়ের শরীরে হাত তুলিনি। মা পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন।’ সম্পত্তি নিয়ে ছোট ভাই ও মা তাঁকে হয়রানি করছেন বলে দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, সম্পত্তির জেরে মারধর করার অভিযোগে শান্তি চক্রবর্তী নামে এক নারী পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত