Ajker Patrika

দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ১৫
Thumbnail image

ফেনীতে দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর মোড়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সানজিদা ফেনীর বেসরকারি সিটি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু যৌতুকের দাবিতে দুবাইপ্রবাসী স্বামী আবুল বাশারসহ শ্বশুর বাড়ির লোকজন গত ২৭ ডিসেম্বর সানজিদাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করেন।

সানজিদা আক্তার সান্জুর সহপাঠী মিম বলেন, ‘বিয়ের ১ মাস ১০ দিনের মাথায় ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

পারভিন বলেন, ‘যৌতুকের জন্য আর কত মায়ের সন্তান স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হবে। অকালে প্রাণ হারাবে? তাই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। তিনি যেন সোনাগাজীর নুসরাত জাহান রাফির হত্যার বিচারের মতো এ ঘটনার দ্রুত বিচার করেন।’

মিথিলা আক্তার বলেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর এলাকার ওলি কন্ট্রাক্টর বাড়ির স্বামী দুবাই প্রবাসী আবুল বাশারের ঘরে সিলিং ফ্যান থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ফারজানার মা মোহছেনা আক্তার ঘটনার রাতেই ফেনী মডেল থানায় সানজিদার স্বামী আবুল বাশার, শ্বশুর ওলি আহমেদ, শাশুড়ি সাফিয়া খাতুন, ভাশুর জাফর, জা রুবি বেগম, ননদ পিংকি বেগমকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় স্বামী আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলাটি ফেনীর দায়রা ও জজ আদালতের বিচারক সিরাজ উদ্দিনের আদালতে বিচারাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত