Ajker Patrika

সভাপতি অনিরুদ্ধ সম্পাদক রিদওয়ান

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
সভাপতি অনিরুদ্ধ সম্পাদক রিদওয়ান

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অনিরুদ্ধ প্রলয় প্রান্তিককে সভাপতি এবং রিদওয়ান ইসলাম পর্বকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন শহীদ নতুনের মা শামসুন্নাহার বেগম।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাবেক ছাত্রনেতা নেজামুল হক বিলু, সিপিবি উলিপুর উপজেলা সেক্রেটারি প্রদীপ কুমার প্রমুখ। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘রুখো শিক্ষা বাণিজ্য-রাষ্ট্রীয় সন্ত্রাস-সাম্রাজ্যবাদ ভাঙ্গো মৌলবাদের বিষদাঁত আনো নতুন প্রভাত’।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনিরুদ্ধ প্রলয় প্রান্তিককে সভাপতি এবং রিদওয়ান ইসলাম পর্বকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে দুপুরে শহরের কলেজমোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত কুড়িগ্রাম-চিলমারী সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত