Ajker Patrika

দণ্ডপ্রাপ্ত সেনা সদস্যদের নির্দোষ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ০৮
দণ্ডপ্রাপ্ত সেনা সদস্যদের নির্দোষ ঘোষণার দাবি

জিয়াউর রহমানের শাসনামলে অভ্যুত্থানের অভিযোগে মৃত্যু ও কারাদণ্ডে দণ্ডিত এবং চাকরিচ্যুত সেনা সদস্যদের নির্দোষ ঘোষণা দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার গুম ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ’-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

আয়োজক সংগঠনের সমন্বয়ক মো. কামরুজ্জামান মিঞা লেলিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ম তামিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর-রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরীসহ অনেকে।

বক্তারা বলেন, ওই সময় ফাঁসি কার্যকর হওয়া ১৯৩ জনের নাম-পরিচয় জানা গেলেও এ ঘটনায় মারা গেছেন অন্তত ১১৪৩ জন। ফাঁসি কার্যকরের আগে সেই সেনা কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি। কারাদণ্ড ভোগ করেছেন সেনা ও বিমানবাহিনীর আড়াই হাজার সদস্য।

স্বজনদের অন্য পাঁচ দাবির মধ্যে রয়েছে, ওই সময় দণ্ডিত ও চাকরিচ্যুত সেনা সদস্যদের স্ব-স্ব পদে সর্বোচ্চ র‍্যাঙ্কে পদোন্নতি দেখিয়ে বর্তমান স্কেলে বেতনভাতা ও পেনশনসহ সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়া, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা এবং তাঁদের কবর চিহ্নিত করে নামসহ-স্মৃতিস্তম্ভ তৈরি করা, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত