Ajker Patrika

বিসিএস লিখিত অংশের প্রস্তুতি: ইংরেজি

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১০: ৩৮
বিসিএস লিখিত অংশের প্রস্তুতি: ইংরেজি

বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে পঞ্চম পর্ব।

ইংরেজিতে পার্ট A ও B মিলিয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে।

Part-A: 100 Mark

(A) Reading Comprehension:

Thematic questions (30)

এখানে Passage থেকে বিভিন্ন ধরনের ১০টি প্রশ্নের উত্তর চাওয়া হয়। একটু কৌশলী হলে এখানে খুব সহজেই ২৬-২৭ মার্কস পাওয়া যায়।

এ জন্য প্রশ্নের ধরনটা বুঝে নিতে হবে প্রথমে বিভিন্ন ধরনের প্রশ্ন-সম্পর্কিত আলোচনা করা হলো:

  •  Main Idea/Topic Question/Title Question: আমরা ক্লাস 9-10 / 11-12 তে Moral Storyর Heading কী হয়, সেটা লিখতাম। এখানেও বিষয়টা একই রকম। সাধারণত Passageটি খুব মনোযোগ দিয়ে দুবার পড়ার পর নিজ থেকে একটা Sentence তৈরি করবেন, যেটা Passageটিকে Represent করবে সব থেকে বেশি।
  •  Inference Question: এসব প্রশ্নের Answer, Passage-এ সরাসরি দেওয়া থাকে না। প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়ে Context হতে বিচারবুদ্ধি প্রয়োগ করে Answer অনুমান (Infer) করে যে Informationগুলো যৌক্তিক বা Contextualized, সে তথ্যগুলো লিখতে হয়।
  •  Factual Question: এসব ক্ষেত্রে Passage-এ উল্লেখ করা হয়েছে এমন কোনো Particular Information জানতে চেয়ে প্রশ্ন করা হয়। কোনো নির্দিষ্ট ঘটনা বা কাজ বা উদ্দেশ্যের প্রতি সরাসরি ইঙ্গিত করে প্রশ্ন করা হয়। এ ক্ষেত্রে Passage-এর ঘটনা থেকেই উত্তর করতে হবে।
  •  Vocabulary-in-Context Question: Passage-এ ব্যবহৃত Word বা Pharase-এর সমার্থক কিংবা বিপরীতার্থক অর্থ জানতে চেয়ে প্রশ্ন করা হয়।

এ ক্ষেত্রে Wordটির স্বাভাবিক Meaning-এর চেয়ে Passage-এর Context অনুযায়ী Meaningটিকে বেশি গুরুত্ব দিতে হবে।

  •  Reference Question: এ ধরনের Question-এ Passage-এ ব্যবহৃত একটি Word কাকে নির্দেশ করেছে, তা জানতে চাওয়া হয়। এ ক্ষেত্রে Wordটির আগের দিকে এবং পরের দিকে লক্ষ করতে হবে, এই Wordটি অন্য কোনো Word-কে নির্দেশ করে কি না বা অন্য কোনো Word-এর সঙ্গে সম্পর্কিত কি না, তা বের করে আনতে হবে। সর্বশেষ সম্পর্কযুক্ত লাইনগুলো ধীরে মনোযোগ দিয়ে পড়ে উত্তর করা উচিত।
  •  Author's Attitude, Opinion or Purpose Question: এ ধরনের Question-এ সাধারণত জানতে চাওয়া হয় Passage-এ Author কোন সুরে গেয়েছেন, কী ভাবধারা ফুটে তোলার চেষ্টা করেছেন এবং কী বোঝাতে চেয়েছেন ইত্যাদি। এ ধরনের Questions-এর ক্ষেত্রে সরাসরি উত্তর না খুঁজে Passageটি পড়ে Indirectly Inner Meaning বের করে উত্তর করতে হবে।
  •  Scanning Question: এ ধরনের প্রশ্নে একটি স্পেসিফিক বিষয়বস্তু বা Information, Passage-এর কোথায় আলোচিত হয়েছে, এ ধরনের Question-এর মাধ্যমে জানতে চাওয়া হয়।

সর্বোপরি, Thematic questions-এর উত্তর করার সময় সব থেকে বেশি সতর্ক থাকা উচিত এটা নিয়ে যে, এমন কোনো Information উত্তরে লেখা উচিত না, যেগুলো Passage-এ আলোচিত হয়নি বা Pasaage-এ উল্লেখ নেই। আর নিয়মিত Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে মডেল প্রশ্ন প্র্যাকটিস করলে ভালো ফল পাওয়া যাবে।

Grammar & Usage: (30)

এই অংশে English Grammar-এর বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়।

  •  Word Formation: Passage থেকে নির্দিষ্ট একটি Word-এর Noun, Verb, Adjective এবং Adverb-এর Form জানতে চাওয়া হয়। সে ক্ষেত্রে যেকোনো বেসিক ইংলিশ গ্রামার বই থেকে Part of Speech সম্পর্কে ভালোভাবে ধারণা রাখলে উত্তর করতে সুবিধা হয়।
  •  Vocabulary in Context Meaning: Pasaage থেকে বিভিন্ন Word-এর সমার্থক/বিপরীত (synonym/antonym) অর্থ চাওয়া হয়। সে ক্ষেত্রে Wordটি Pasage-এ যে Meaning-এ অর্থ প্রকাশ করেছে তার সমার্থক শব্দই ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে প্রিলিমিনারির প্রিপারেশনের সময় যে Vocabularyগুলো পড়েছেন, সেগুলাই রিভিশন দিলে ভালো হবে। এ ছাড়া Sentence তৈরি করতে বলা হয়। সে ক্ষেত্রে নিজের মতো করে Sentence তৈরি করা উচিত। কিন্তু Sentence Grammatically যেন সঠিক হয় সে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  •  Join & Break the Sentence, Connect & Correcting the Sentence: এ ক্ষেত্রে ভালো করার জন্য Linkers & Connectors, Conjuntion, Transformation of Sentence, Right form of verb এবং Subject Verb Agreement সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সে ক্ষেত্রে 9-10-এর Grammar বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে এবং Assurance গাইড বই থেকে Practice করলে ভালো ফল পাওয়া যাবে।

Summary: (20)

প্রদত্ত অনুচ্ছেদটির একটা সারমর্ম লিখতে হবে। সাধারণত summary প্রদত্ত অনুচ্ছেদের এক-তৃতীয়াংশ হলে ভালো হয়। summary লেখার জন্য Assurance লিখিত ইংলিশ গাইড বই থেকে প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন summary তে মূল থিমটাই ফোকাস করতে হবে, কোনো ধরনের ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না।

Letter to the Editor: (20)

এটা লেখার ক্ষেত্রে লেটার লেখার Formটি খুব গুরুত্বপূর্ণ তাই Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে নিয়মিত প্র্যাকটিস করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।

Part-B: 100 Mark

Essay: (50)

Essay-এর ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি ও বাংলা প্রবন্ধ মিলিয়ে পড়ুন। কারণ তথ্য উপাত্ত প্রায় একই, শুধু ভাষা আলাদা। প্রথমে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটা ধারণা তৈরি করতে হবে যে কোন Essayগুলো গুরুত্বপূর্ণ। তারপর নিজে সাজেশন তৈরি করে পড়লে ভালো ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে Unique-এর ‘বাংলা রচনা ও English essay’ বইটি অনুসরণ করা যেতে পারে।

(ii) Translation:

  •  (English to Bangla): (25)
  •  (Bangla to English): (25)

Transulation মূলত ভাবানুবাদ করতে হয়। প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি মনোযোগসহকারে পড়ার পর অনুচ্ছেদের অর্থ বের করে আনতে হবে। আর ইংলিশ Transulation-এ ভালো করার জন্য প্রতিদিন এডিটরাল নিউজ থেকে প্র্যাকটিস করতে হবে এবং Saifur's Transulation

and Writting বইটি থেকে অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে।

লেখক: ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ২য় স্থান অর্জনকারী।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত