বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে পঞ্চম পর্ব।
ইংরেজিতে পার্ট A ও B মিলিয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে।
Part-A: 100 Mark
(A) Reading Comprehension:
Thematic questions (30)
এখানে Passage থেকে বিভিন্ন ধরনের ১০টি প্রশ্নের উত্তর চাওয়া হয়। একটু কৌশলী হলে এখানে খুব সহজেই ২৬-২৭ মার্কস পাওয়া যায়।
এ জন্য প্রশ্নের ধরনটা বুঝে নিতে হবে প্রথমে বিভিন্ন ধরনের প্রশ্ন-সম্পর্কিত আলোচনা করা হলো:
এ ক্ষেত্রে Wordটির স্বাভাবিক Meaning-এর চেয়ে Passage-এর Context অনুযায়ী Meaningটিকে বেশি গুরুত্ব দিতে হবে।
সর্বোপরি, Thematic questions-এর উত্তর করার সময় সব থেকে বেশি সতর্ক থাকা উচিত এটা নিয়ে যে, এমন কোনো Information উত্তরে লেখা উচিত না, যেগুলো Passage-এ আলোচিত হয়নি বা Pasaage-এ উল্লেখ নেই। আর নিয়মিত Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে মডেল প্রশ্ন প্র্যাকটিস করলে ভালো ফল পাওয়া যাবে।
Grammar & Usage: (30)
এই অংশে English Grammar-এর বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়।
Summary: (20)
প্রদত্ত অনুচ্ছেদটির একটা সারমর্ম লিখতে হবে। সাধারণত summary প্রদত্ত অনুচ্ছেদের এক-তৃতীয়াংশ হলে ভালো হয়। summary লেখার জন্য Assurance লিখিত ইংলিশ গাইড বই থেকে প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন summary তে মূল থিমটাই ফোকাস করতে হবে, কোনো ধরনের ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না।
Letter to the Editor: (20)
এটা লেখার ক্ষেত্রে লেটার লেখার Formটি খুব গুরুত্বপূর্ণ তাই Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে নিয়মিত প্র্যাকটিস করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।
Part-B: 100 Mark
Essay: (50)
Essay-এর ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি ও বাংলা প্রবন্ধ মিলিয়ে পড়ুন। কারণ তথ্য উপাত্ত প্রায় একই, শুধু ভাষা আলাদা। প্রথমে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটা ধারণা তৈরি করতে হবে যে কোন Essayগুলো গুরুত্বপূর্ণ। তারপর নিজে সাজেশন তৈরি করে পড়লে ভালো ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে Unique-এর ‘বাংলা রচনা ও English essay’ বইটি অনুসরণ করা যেতে পারে।
(ii) Translation:
Transulation মূলত ভাবানুবাদ করতে হয়। প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি মনোযোগসহকারে পড়ার পর অনুচ্ছেদের অর্থ বের করে আনতে হবে। আর ইংলিশ Transulation-এ ভালো করার জন্য প্রতিদিন এডিটরাল নিউজ থেকে প্র্যাকটিস করতে হবে এবং Saifur's Transulation
and Writting বইটি থেকে অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে।
লেখক: ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ২য় স্থান অর্জনকারী।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে পঞ্চম পর্ব।
ইংরেজিতে পার্ট A ও B মিলিয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে।
Part-A: 100 Mark
(A) Reading Comprehension:
Thematic questions (30)
এখানে Passage থেকে বিভিন্ন ধরনের ১০টি প্রশ্নের উত্তর চাওয়া হয়। একটু কৌশলী হলে এখানে খুব সহজেই ২৬-২৭ মার্কস পাওয়া যায়।
এ জন্য প্রশ্নের ধরনটা বুঝে নিতে হবে প্রথমে বিভিন্ন ধরনের প্রশ্ন-সম্পর্কিত আলোচনা করা হলো:
এ ক্ষেত্রে Wordটির স্বাভাবিক Meaning-এর চেয়ে Passage-এর Context অনুযায়ী Meaningটিকে বেশি গুরুত্ব দিতে হবে।
সর্বোপরি, Thematic questions-এর উত্তর করার সময় সব থেকে বেশি সতর্ক থাকা উচিত এটা নিয়ে যে, এমন কোনো Information উত্তরে লেখা উচিত না, যেগুলো Passage-এ আলোচিত হয়নি বা Pasaage-এ উল্লেখ নেই। আর নিয়মিত Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে মডেল প্রশ্ন প্র্যাকটিস করলে ভালো ফল পাওয়া যাবে।
Grammar & Usage: (30)
এই অংশে English Grammar-এর বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়।
Summary: (20)
প্রদত্ত অনুচ্ছেদটির একটা সারমর্ম লিখতে হবে। সাধারণত summary প্রদত্ত অনুচ্ছেদের এক-তৃতীয়াংশ হলে ভালো হয়। summary লেখার জন্য Assurance লিখিত ইংলিশ গাইড বই থেকে প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন summary তে মূল থিমটাই ফোকাস করতে হবে, কোনো ধরনের ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না।
Letter to the Editor: (20)
এটা লেখার ক্ষেত্রে লেটার লেখার Formটি খুব গুরুত্বপূর্ণ তাই Assurance লিখিত ইংরেজি গাইড বই থেকে নিয়মিত প্র্যাকটিস করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।
Part-B: 100 Mark
Essay: (50)
Essay-এর ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি ও বাংলা প্রবন্ধ মিলিয়ে পড়ুন। কারণ তথ্য উপাত্ত প্রায় একই, শুধু ভাষা আলাদা। প্রথমে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটা ধারণা তৈরি করতে হবে যে কোন Essayগুলো গুরুত্বপূর্ণ। তারপর নিজে সাজেশন তৈরি করে পড়লে ভালো ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে Unique-এর ‘বাংলা রচনা ও English essay’ বইটি অনুসরণ করা যেতে পারে।
(ii) Translation:
Transulation মূলত ভাবানুবাদ করতে হয়। প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি মনোযোগসহকারে পড়ার পর অনুচ্ছেদের অর্থ বের করে আনতে হবে। আর ইংলিশ Transulation-এ ভালো করার জন্য প্রতিদিন এডিটরাল নিউজ থেকে প্র্যাকটিস করতে হবে এবং Saifur's Transulation
and Writting বইটি থেকে অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে।
লেখক: ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ২য় স্থান অর্জনকারী।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫