জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
এক সন্তান কোলে আরেক সন্তান গর্ভে। পারিবারিক কলহের জেরে ৯ মাসের শিশু সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি জোর করে পাঠিয়ে দেন স্বামী। দুধের শিশুকে না পেয়ে পাগলের মতো হয়ে যান মা। পরে আদালতের নির্দেশে ১৩ দিন পর সন্তানকে বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। কান্না থামল শিশুটির আর মায়ের মুখে ফিরল হাসি।
জগন্নাথপুর থানা-পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের আবু মিয়া ছেলে সাইদুর রহমানের সঙ্গে জগন্নাথপুরের কাতিয়া অলইতলী গ্রামের ছোবা মিয়ার মেয়ে শেফালি বেগমের বিয়ে হয়। দুই বছরের দাম্পত্য জীবনে তাদের নয় মাসের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে শেফালি তিন মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক কলহের জেরে গত ১৭ মে নয় মাসের শিশু সামিউল রহমানকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী।
গতকাল সোমবার শেফালি বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে নানা অজুহাতে আমাকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন মারধর করে। আমার দুধের শিশুকে আটকে রাখায় শিশুটি মাতৃদুগ্ধের জন্য কাঁদছিল।’
শেফালি বেগম আরও বলেন, ‘অনেক লোকজনকে দিয়ে কাকুতি মিনতি করেও সন্তানকে না পাওয়ায় বাধ্য হয়ে সুনামগঞ্জ পারিবারিক আদালতে মামলা দায়ের করি। আদালতের নির্দেশে জগন্নাথপুর থানা-পুলিশ গত রোববার রাতে আমার বুকের ধনকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেন।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, ‘শিশুটি মায়ের দুধের জন্য কাঁদছিল। আর মা শিশুটির জন্য পাগলের মতো ছুটছিল। আদালতের আদেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।’
এসআই আরও বলেন, ‘শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় মায়ের মুখেও হাসি ফুটেছে। দেখে ভালো লাগল।’
এক সন্তান কোলে আরেক সন্তান গর্ভে। পারিবারিক কলহের জেরে ৯ মাসের শিশু সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি জোর করে পাঠিয়ে দেন স্বামী। দুধের শিশুকে না পেয়ে পাগলের মতো হয়ে যান মা। পরে আদালতের নির্দেশে ১৩ দিন পর সন্তানকে বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। কান্না থামল শিশুটির আর মায়ের মুখে ফিরল হাসি।
জগন্নাথপুর থানা-পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের আবু মিয়া ছেলে সাইদুর রহমানের সঙ্গে জগন্নাথপুরের কাতিয়া অলইতলী গ্রামের ছোবা মিয়ার মেয়ে শেফালি বেগমের বিয়ে হয়। দুই বছরের দাম্পত্য জীবনে তাদের নয় মাসের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে শেফালি তিন মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক কলহের জেরে গত ১৭ মে নয় মাসের শিশু সামিউল রহমানকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী।
গতকাল সোমবার শেফালি বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে নানা অজুহাতে আমাকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন মারধর করে। আমার দুধের শিশুকে আটকে রাখায় শিশুটি মাতৃদুগ্ধের জন্য কাঁদছিল।’
শেফালি বেগম আরও বলেন, ‘অনেক লোকজনকে দিয়ে কাকুতি মিনতি করেও সন্তানকে না পাওয়ায় বাধ্য হয়ে সুনামগঞ্জ পারিবারিক আদালতে মামলা দায়ের করি। আদালতের নির্দেশে জগন্নাথপুর থানা-পুলিশ গত রোববার রাতে আমার বুকের ধনকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেন।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, ‘শিশুটি মায়ের দুধের জন্য কাঁদছিল। আর মা শিশুটির জন্য পাগলের মতো ছুটছিল। আদালতের আদেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।’
এসআই আরও বলেন, ‘শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় মায়ের মুখেও হাসি ফুটেছে। দেখে ভালো লাগল।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪