কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ার শতবর্ষী হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক ছাড়া প্রতিষ্ঠানে আসা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গত দুই সপ্তাহ ধরে সাধারণ পোশাকে আসা একাধিক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহিরাগত বখাটেদের উৎপাত ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ আমলে ১৯২৩ সালে হকবাজার এলাকায় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। গত কয়েক বছর ধরে এখানে বহিরাগতদের উৎপাত বেড়ে গেছে বলে অভিযোগ করেছে একাধিক শিক্ষার্থী। বিশেষ করে করোনা মহামারির পর বিদ্যালয় চালু হলে এই সমস্যা প্রকট আকার ধারণ করে।
শিক্ষার্থীরা জানায়, স্কুল চলাকালে বহিরাগত কিশোর ও যুবকেরা বিদ্যালয়ের মাঠে ও ভবনের বারান্দায় দাঁড়িয়ে সময় কাটায় ও মেয়েদের হয়রানি করে। এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ভয়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদও করতে পারে না। এ বিষয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছে।
দশম শ্রেণির শিক্ষার্থী আবিদা জানায়, নির্ধারিত পোশাক ছাড়া অনেকে ক্লাসে আসে। এর মধ্যে কেউ কেউ ছাত্রীদের বিরক্ত করে। তাদের মধ্যে কারা শিক্ষার্থী আর কারা বহিরাগত তা নিশ্চিত করা সম্ভব হয় না।
একই শ্রেণির ইবাদী ইরা বলে, ‘সম্প্রতি স্কুলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর স্যাররা নির্ধারিত পোশাক ছাড়া ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশ নিষিদ্ধ করেছেন। গত দুই সপ্তাহ ধরে যারা স্কুল ড্রেস ছাড়া আসছে তাদের ক্লাস ঢুকতে দেননি স্যাররা। এখন নির্ধারিত পোশাকে ছাত্রছাত্রীরা ক্লাসে আসায় বিদ্যালয়ে অনেকটা শৃঙ্খলা ফিরেছে। সেই সঙ্গে বখাটেপনা কমেছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছুদার রহমান বলেন, ‘অনেক শিক্ষার্থী নির্ধারিত পোশাক ছাড়া স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে গিয়ে অঘটনের শিকার হচ্ছে। এ ছাড়া তারা স্কুলে এসে ক্লাসে পাঠদান না করে বারান্দায় বা ছাদে গিয়ে বহিরাগত ছেলেদের সঙ্গে সময় কাটায়। স্কুলের ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর নির্ধারিত পোশাক ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
মোকছুদার রহমান আরও বলেন, ‘সব শিক্ষার্থীকে স্কুলের নির্ধারিত পোশাক পরে আসতে নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। বারবার বলার পরও যারা সেটি মানেনি, তাদের ক্লাসে ঢুকতে দেওয়া হয় নাই।’
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিধানের জন্য তাগিদ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। স্কুলড্রেস পরিধান করলে কারা শিক্ষার্থী এবং কারা বহিরাগত এটা নিশ্চিত করা যায়। এ কারণে হারাগাছ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের নির্ধারিত পোশাক পরে ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে।’
কাউনিয়ার শতবর্ষী হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক ছাড়া প্রতিষ্ঠানে আসা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গত দুই সপ্তাহ ধরে সাধারণ পোশাকে আসা একাধিক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহিরাগত বখাটেদের উৎপাত ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ আমলে ১৯২৩ সালে হকবাজার এলাকায় প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। গত কয়েক বছর ধরে এখানে বহিরাগতদের উৎপাত বেড়ে গেছে বলে অভিযোগ করেছে একাধিক শিক্ষার্থী। বিশেষ করে করোনা মহামারির পর বিদ্যালয় চালু হলে এই সমস্যা প্রকট আকার ধারণ করে।
শিক্ষার্থীরা জানায়, স্কুল চলাকালে বহিরাগত কিশোর ও যুবকেরা বিদ্যালয়ের মাঠে ও ভবনের বারান্দায় দাঁড়িয়ে সময় কাটায় ও মেয়েদের হয়রানি করে। এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ভয়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদও করতে পারে না। এ বিষয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছে।
দশম শ্রেণির শিক্ষার্থী আবিদা জানায়, নির্ধারিত পোশাক ছাড়া অনেকে ক্লাসে আসে। এর মধ্যে কেউ কেউ ছাত্রীদের বিরক্ত করে। তাদের মধ্যে কারা শিক্ষার্থী আর কারা বহিরাগত তা নিশ্চিত করা সম্ভব হয় না।
একই শ্রেণির ইবাদী ইরা বলে, ‘সম্প্রতি স্কুলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর স্যাররা নির্ধারিত পোশাক ছাড়া ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশ নিষিদ্ধ করেছেন। গত দুই সপ্তাহ ধরে যারা স্কুল ড্রেস ছাড়া আসছে তাদের ক্লাস ঢুকতে দেননি স্যাররা। এখন নির্ধারিত পোশাকে ছাত্রছাত্রীরা ক্লাসে আসায় বিদ্যালয়ে অনেকটা শৃঙ্খলা ফিরেছে। সেই সঙ্গে বখাটেপনা কমেছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছুদার রহমান বলেন, ‘অনেক শিক্ষার্থী নির্ধারিত পোশাক ছাড়া স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে গিয়ে অঘটনের শিকার হচ্ছে। এ ছাড়া তারা স্কুলে এসে ক্লাসে পাঠদান না করে বারান্দায় বা ছাদে গিয়ে বহিরাগত ছেলেদের সঙ্গে সময় কাটায়। স্কুলের ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর নির্ধারিত পোশাক ছাড়া শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
মোকছুদার রহমান আরও বলেন, ‘সব শিক্ষার্থীকে স্কুলের নির্ধারিত পোশাক পরে আসতে নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। বারবার বলার পরও যারা সেটি মানেনি, তাদের ক্লাসে ঢুকতে দেওয়া হয় নাই।’
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিধানের জন্য তাগিদ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। স্কুলড্রেস পরিধান করলে কারা শিক্ষার্থী এবং কারা বহিরাগত এটা নিশ্চিত করা যায়। এ কারণে হারাগাছ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের নির্ধারিত পোশাক পরে ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৮ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪