Ajker Patrika

অতিরিক্ত তেল দূর করে ভিনেগার

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১: ১৩
অতিরিক্ত তেল দূর করে ভিনেগার

প্রশ্ন: আমার ত্বক ভীষণ তেলতেলে। সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকে। এ থেকে মুক্তির উপায় কী?

–আঁখি মণ্ডল, রাজশাহী

উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনি তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেও কাজ দেয় টক দই। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলোর সাহায্যে লাগিয়ে রাখুন। ৫ থেকে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটা করুন। টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলোর সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা দূর হবে।

প্রশ্ন: আমার হাতে, পায়ে ও কপাল কালো কালো দাগ পড়ে গেছে। এগুলো দূর হবে কীভাবে?

–সাহিদা আক্তার, বগুড়া

উত্তর: বেসনের মাস্ক ব্যবহার করে আপনি পেতে পারেন সুন্দর হাত ও পা। এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়ো, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর হাত, পা ও ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে 
দুইবার ব্যবহার করলে হাত, পা ও ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর হবে।


প্রশ্ন: আমার মুখে ও নাকের দুই পাশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা দিয়েছে। এগুলো থেকে রক্ষার উপায় কী?

–নাবিলা খান, সাতক্ষীরা

উত্তর: অ্যালোভেরার রস এই গর্ত হালকা করে। একটি অ্যালোভেরার পাতা নিয়ে ভেতরের জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। এই জেল আপনি রাতে ঘুমানোর আগে লাগাতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে এক থেকে দুইবার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত