Ajker Patrika

দুই বিশ্ববিদ্যালয়ে গ্রেট স্কলারশিপ

দুই বিশ্ববিদ্যালয়ে গ্রেট স্কলারশিপ

যুক্তরাজ্য সরকার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিবছর গ্রেট স্কলারশিপের আয়োজন করা হয়ে থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এ বৃত্তির আওতায় অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও পড়াশোনার সুবর্ণ সুযোগ রয়েছে। মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিষয়গুলোয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য এই বৃত্তির সুযোগ। যার মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির তথ্য নিয়ে আজকের আয়োজন। 

সিটি ইউনিভার্সিটি অব লন্ডন
সিটি ইউনিভার্সিটি অব লন্ডন প্রতিষ্ঠিত হয় ১৮৯৪ সালে। অবস্থান লন্ডনের কেন্দ্রস্থলে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এ বৃত্তির আওতায় বাংলাদেশ, চীন ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা পাবেন তিনটি বৃত্তির সুযোগ। বৃত্তির পরিমাণ ১০ হাজার পাউন্ড। 

বৃত্তির সংখ্যা ও মেয়াদ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে একটি বৃত্তির সুযোগ রয়েছে। বৃত্তির মেয়াদ এক বছর। 

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
■ এমএসসি অর্থনীতি
■ এমএসসি রিনিউয়েবল এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেমস ম্যানেজমেন্ট
■ এমএ কালচার, পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট 

আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২৪। বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা ও আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। বৃত্তির পরিমাণ ১০ হাজার পাউন্ড। 

গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি 
স্কটল্যান্ডের চারটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়। ১৯৭৩ সালে এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করলেও এর যাত্রা শুরু হয় ১৮৭৫ সালে। যুক্তরাজ্যের ১০টি আধুনিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের নাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ ও কেনিয়ার শিক্ষার্থীদের জন্য দুটি বৃত্তির ঘোষণা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। 

বৃত্তির সংখ্যা ও মেয়াদ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে একটি বৃত্তির সুযোগ রয়েছে। বৃত্তির মেয়াদ এক বছর। 

আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ সময়: ১ মে, ২০২৪। বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা ও আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। 
সূত্র: ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট

অনুবাদ: মারুফা মাহজাবীন মম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত