Ajker Patrika

২ ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ০১
২ ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাতকে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে শিক্ষক আব্দুল মুকিতকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে দুই এতিম মাদ্রাসা ছাত্রের মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তবে অভিযুক্ত শিক্ষক ও ভিডিও ধারণকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনাটি হাজী ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটে। তবে ভাইরাল হওয়া ভিডিওটি মাস খানেক আগের।

ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজানুর রহমান আব্দুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষককে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত