মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
প্রশ্ন: গত রমজানে আমি অসুস্থতার কারণে অনেকগুলো রোজা রাখতে পারিনি। এখন যেহেতু দিন ছোট হয়ে এসেছে, তাই আমি রোজাগুলোর কাজা আদায় করতে চাইছি। রোজার কাজা আদায়ের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব।
জামিলুর রহমান, চট্টগ্রাম
উত্তর: অসুস্থতা বা অন্য কোনো শরিয়াহ অনুমোদিত কারণে রমজানের ফরজ রোজা রাখতে না পারলে তার কাজা আদায় করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)
রোজার কাজা যাঁদের জন্য: কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, একইভাবে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবেন, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (তিরমিজি: ৭১৫)
লাগাতার আদায়ের নিয়ম: রমজানের কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত যে কোনো ব্যক্তি যে কয় দিনের রোজা রাখতে পারেননি, তিনি সেই কদিনের রোজা কাজা করবেন। একাধিক রোজা কাজা থাকলে তা লাগাতার আদায় করতে হবে না। ইচ্ছা করলে লাগাতার রোজা রাখা যাবে, আবার ইচ্ছা করলে বিরতি দিয়েও রাখা যাবে। সাধ্যানুযায়ী প্রতি সপ্তাহে এক দিন অথবা প্রতি মাসে এক দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ ওপরে উল্লিখিত আয়াতে কাজা পালনে লাগাতার রোজা রাখার কোনো শর্ত করা হয়নি। বরং শুধু যে কদিন রোজা ভঙ্গ করা হয়েছে, তার সমসংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে।’ (আল-মাজমু: ৬ / ১৬৭; আল-মুগনি ৪ / ৪০৮)
কাজা রোজা আদায়ের সময়: পরের রমজান মাস আসার আগেই যত দ্রুত সম্ভব রমজানের রোজার কাজা আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কাজা আদায়ে দেরি করা উচিত নয়। কারও ওপর যদি রমজানের রোজা কাজা থাকে, তবে তিনি অন্যান্য নফল রোজা আদায় না করে আগে কাজা আদায় করে নেবেন। অবশ্য, নফল রোজা আদায় করলে তা শুদ্ধ হয়ে যাবে। দুই ঈদের দুই দিন এবং মানতের রোজার জন্য নির্ধারিত দিন ছাড়া বছরের যেকোনো দিন রমজানের রোজা কাজা আদায় করা যায়। (আল-ফিকহুল ইসলামি ওয়া-আদিল্লাতুহু: ৩ / ১০৭-১১৩)
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
গবেষণা বিভাগীয় প্রধান
মা’হাদুল ফিকরিল ইসলামি
বসুমতী, গুলশান, ঢাকা
প্রশ্ন: গত রমজানে আমি অসুস্থতার কারণে অনেকগুলো রোজা রাখতে পারিনি। এখন যেহেতু দিন ছোট হয়ে এসেছে, তাই আমি রোজাগুলোর কাজা আদায় করতে চাইছি। রোজার কাজা আদায়ের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব।
জামিলুর রহমান, চট্টগ্রাম
উত্তর: অসুস্থতা বা অন্য কোনো শরিয়াহ অনুমোদিত কারণে রমজানের ফরজ রোজা রাখতে না পারলে তার কাজা আদায় করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)
রোজার কাজা যাঁদের জন্য: কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, একইভাবে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবেন, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (তিরমিজি: ৭১৫)
লাগাতার আদায়ের নিয়ম: রমজানের কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত যে কোনো ব্যক্তি যে কয় দিনের রোজা রাখতে পারেননি, তিনি সেই কদিনের রোজা কাজা করবেন। একাধিক রোজা কাজা থাকলে তা লাগাতার আদায় করতে হবে না। ইচ্ছা করলে লাগাতার রোজা রাখা যাবে, আবার ইচ্ছা করলে বিরতি দিয়েও রাখা যাবে। সাধ্যানুযায়ী প্রতি সপ্তাহে এক দিন অথবা প্রতি মাসে এক দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ ওপরে উল্লিখিত আয়াতে কাজা পালনে লাগাতার রোজা রাখার কোনো শর্ত করা হয়নি। বরং শুধু যে কদিন রোজা ভঙ্গ করা হয়েছে, তার সমসংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে।’ (আল-মাজমু: ৬ / ১৬৭; আল-মুগনি ৪ / ৪০৮)
কাজা রোজা আদায়ের সময়: পরের রমজান মাস আসার আগেই যত দ্রুত সম্ভব রমজানের রোজার কাজা আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কাজা আদায়ে দেরি করা উচিত নয়। কারও ওপর যদি রমজানের রোজা কাজা থাকে, তবে তিনি অন্যান্য নফল রোজা আদায় না করে আগে কাজা আদায় করে নেবেন। অবশ্য, নফল রোজা আদায় করলে তা শুদ্ধ হয়ে যাবে। দুই ঈদের দুই দিন এবং মানতের রোজার জন্য নির্ধারিত দিন ছাড়া বছরের যেকোনো দিন রমজানের রোজা কাজা আদায় করা যায়। (আল-ফিকহুল ইসলামি ওয়া-আদিল্লাতুহু: ৩ / ১০৭-১১৩)
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
গবেষণা বিভাগীয় প্রধান
মা’হাদুল ফিকরিল ইসলামি
বসুমতী, গুলশান, ঢাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪