Ajker Patrika

বিমানের সিলেট-চট্টগ্রাম সিলেট ফ্লাইট ফের চালু

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ২০
বিমানের সিলেট-চট্টগ্রাম  সিলেট ফ্লাইট ফের চালু

করোনার কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট। গতকাল শনিবার দুপুরে ৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট স্টেশনের ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকায় এখনো মানুষ এ ফ্লাইট সম্পর্কে জানে না। তাই যাত্রী কম হয়েছে। ধীরে ধীরে যাত্রী বাড়বে।

তিনি জানান, সপ্তাহে দুদিন বুধবার ও শনিবার এ রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টায় ছেড়ে আসবে সিলেটের উদ্দেশে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এ রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু, করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করায় ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিল সেটি বন্ধ হয়ে যায়।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমদ জানান, ফ্লাইটটি চালু হওয়ায় সহজেই মানুষ সিলেট থেকে চট্টগ্রাম যেতে পারবে।

তিনি বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যবসা-বাণিজ্য রয়েছে। দুই অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ ফ্লাইট ভূমিকা রাখবে।

বিমান সংশ্লিষ্টরা জানান, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া থাকবে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গত দুই নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বর্তমানে বিমানের ফ্লাইট অপারেট হচ্ছে। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালিয়ে আসছিল বিমান। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সারা দেশে সরকারি বিধিনিষেধ জারির কারণে এপ্রিল থেকে ফ্লাইট বন্ধ ছিল। এরপর গত নভেম্বর মাসে এ রুটে ফের ফ্লাইট চালু হয়। এ ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত