বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান ও মংবোয়াইচিং মারমা, থানচি
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে শিশুসহ চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে একজন পাড়া কার্বারিও রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ শিশুসহ দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকায় দুটি চিকিৎসক দল ও পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে।
তবে চিকিৎসকেরা বলছেন, গত কয়েক দিনের গরম এবং শুষ্ক মৌসুমে খাল, ঝিরি ও ছড়ার দূষিত পানি পান করায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুইশৈ থোয়াই রনি আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার থেকে তাঁর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি পাড়ায় ডায়রিয়া দেখা দেয়। শিশুসহ অন্তত ১৫ জন আক্রান্ত হয়। এর মধ্যে একজন পাড়া কার্বারি, এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
ইউপি চেয়ারম্যান মুইশৈ থোয়াই বলেন, গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলেন মেনতান পাড়া কার্বারি মেনতান ম্রো, নারেচা পাড়ার ম তৈ ম্রো-এর ছেলে লংঞী ম্রো, মিং চিং পাড়ার মেনরো ম্রো-এর ১২ বছরের ছেলে প্রেন ময় ম্রো ও য়ং নং পাড়ার ক্রায়ন ম্রো।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাল, ঝিরি ও ঝরনার দূষিত পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁরা মারা গেছেন। আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করে এ জনপ্রতিনিধি বলেন, ডায়রিয়া থেকে রক্ষা পেতে যথাযথ চিকিৎসা ও ওষুধ দুর্গম এলাকায় পাঠানো দরকার। ইউপি চেয়ারম্যান বলেন, তিনি বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছেন।
এদিকে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ গতকাল রোববার দুপুরে আজকের পত্রিকাকে থানচির দুর্গম রেমাক্রীর কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপের কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য বিভাগের কাছে দুজনের মৃত্যুর তথ্য রয়েছে।
ডা. ওয়াহিদুজ্জামান বলেন, শুষ্ক মৌসুমে দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এ সময় স্থানীয় লোকজন খাল, ঝিরি এবং ছড়ার ময়লাযুক্ত দূষিত পানি পান করেন। এ জন্য এ সময়ে দুর্গম এলাকায় ডায়রিয়া দেখা দেয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ডায়রিয়া আক্রান্ত এলাকায় ইতিমধ্যে দুটি চিকিৎসক দল পাঠানো হয়েছে। তারা পর্যাপ্ত খাবার স্যালাইনসহ বিপুল ওষুধ নিয়ে আক্রান্ত এলাকায় চিকিৎসাসেবা দিচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই এলাকায় ডায়রিয়ার পাশাপাশি ম্যালেরিয়াও দেখা দিয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তবে এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তিনজন এখনো হাসপাতালে।
বান্দরবানের সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, থানচির দুর্গম কয়েকটি পাড়ায় দূষিত পানি পান করায় অনেকে আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তিনি বলেন, সাধারণত শুষ্ক মৌসুমে খাল ও ঝিরির পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
সিভিল সার্জন বলেন, চিকিৎসা কার্যক্রম চলছে। ইতিমধ্যে জেলার আলীকদমে ডায়রিয়ায় অনেকে আক্রান্ত হলেও চিকিৎসাসেবার কারণে সেখানকার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বান্দরবান সদরসহ অন্য উপজেলার ডায়রিয়া আক্রান্ত রোগী নেই বলে সিভিল সার্জন জানান।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে শিশুসহ চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে একজন পাড়া কার্বারিও রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ শিশুসহ দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকায় দুটি চিকিৎসক দল ও পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে।
তবে চিকিৎসকেরা বলছেন, গত কয়েক দিনের গরম এবং শুষ্ক মৌসুমে খাল, ঝিরি ও ছড়ার দূষিত পানি পান করায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুইশৈ থোয়াই রনি আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার থেকে তাঁর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকটি পাড়ায় ডায়রিয়া দেখা দেয়। শিশুসহ অন্তত ১৫ জন আক্রান্ত হয়। এর মধ্যে একজন পাড়া কার্বারি, এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
ইউপি চেয়ারম্যান মুইশৈ থোয়াই বলেন, গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলেন মেনতান পাড়া কার্বারি মেনতান ম্রো, নারেচা পাড়ার ম তৈ ম্রো-এর ছেলে লংঞী ম্রো, মিং চিং পাড়ার মেনরো ম্রো-এর ১২ বছরের ছেলে প্রেন ময় ম্রো ও য়ং নং পাড়ার ক্রায়ন ম্রো।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাল, ঝিরি ও ঝরনার দূষিত পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁরা মারা গেছেন। আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করে এ জনপ্রতিনিধি বলেন, ডায়রিয়া থেকে রক্ষা পেতে যথাযথ চিকিৎসা ও ওষুধ দুর্গম এলাকায় পাঠানো দরকার। ইউপি চেয়ারম্যান বলেন, তিনি বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছেন।
এদিকে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ গতকাল রোববার দুপুরে আজকের পত্রিকাকে থানচির দুর্গম রেমাক্রীর কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপের কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য বিভাগের কাছে দুজনের মৃত্যুর তথ্য রয়েছে।
ডা. ওয়াহিদুজ্জামান বলেন, শুষ্ক মৌসুমে দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এ সময় স্থানীয় লোকজন খাল, ঝিরি এবং ছড়ার ময়লাযুক্ত দূষিত পানি পান করেন। এ জন্য এ সময়ে দুর্গম এলাকায় ডায়রিয়া দেখা দেয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ডায়রিয়া আক্রান্ত এলাকায় ইতিমধ্যে দুটি চিকিৎসক দল পাঠানো হয়েছে। তারা পর্যাপ্ত খাবার স্যালাইনসহ বিপুল ওষুধ নিয়ে আক্রান্ত এলাকায় চিকিৎসাসেবা দিচ্ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই এলাকায় ডায়রিয়ার পাশাপাশি ম্যালেরিয়াও দেখা দিয়েছে। তিনি জানান, ইতিমধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তবে এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তিনজন এখনো হাসপাতালে।
বান্দরবানের সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী গতকাল দুপুরে আজকের পত্রিকাকে বলেন, থানচির দুর্গম কয়েকটি পাড়ায় দূষিত পানি পান করায় অনেকে আক্রান্ত হচ্ছেন। তবে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তিনি বলেন, সাধারণত শুষ্ক মৌসুমে খাল ও ঝিরির পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
সিভিল সার্জন বলেন, চিকিৎসা কার্যক্রম চলছে। ইতিমধ্যে জেলার আলীকদমে ডায়রিয়ায় অনেকে আক্রান্ত হলেও চিকিৎসাসেবার কারণে সেখানকার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বান্দরবান সদরসহ অন্য উপজেলার ডায়রিয়া আক্রান্ত রোগী নেই বলে সিভিল সার্জন জানান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪