Ajker Patrika

মোহনপুরে জয় শুধু নৌকার

মোহনপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
মোহনপুরে জয়  শুধু নৌকার

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর মোহনপুর উপজেলার সব কটি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রোববার ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।

এ দিন মোহনপুরের ছয়টি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ নম্বর ধুরইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দেলোয়ার হোসেন নৌকা প্রতীকে ১১ হাজার ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য স্বতন্ত্র প্রার্থী বিএনপি-সমর্থিত কাজিম উদ্দীন পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট।

২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আজহারুল ইসলাম। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ৬ হাজার ৬১৮ ভোট। ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়নে ৩ হাজার ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বাবলু হোসেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ সুরঞ্জিত সরকার পেয়েছেন ৩ হাজার ২৮৬ ভোট।

৪ নম্বর মৌগাছি ইউনিয়নে নৌকার প্রার্থী আল-আমিন বিশ্বাস ১১ হাজার ৭৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন খান পেয়েছেন ৮ হাজার ৭৫৯ ভোট। ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল মান্নান ৮ হাজার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আলম মোমেন শাহ পেয়েছেন ৭ হাজার ৩১৯ ভোট।

৬ নম্বর জাহানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের হযরত আলী ৮ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা এমাজ উদ্দিন খান পেয়েছেন ৪ হাজার ৭৭৭ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত