Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: ফ্রান্সে বিনা মূল্যে পড়ার সুযোগ

সহায়িকা ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০: ০৫
বিদেশে উচ্চশিক্ষা: ফ্রান্সে বিনা মূল্যে পড়ার সুযোগ

ফ্রান্স কেবল শিল্প-সাহিত্যের ঐতিহ্যের জন্য বিখ্যাত নয়, সংস্কৃতির পাশাপাশি শিক্ষাব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। ফলে বর্তমান সময়ে মানসম্মত উচ্চশিক্ষা লাভের জন্য অনেক বিদেশি শিক্ষার্থীই পশ্চিম ইউরোপের এ দেশটিতে পাড়ি জমাচ্ছেন। তা ছাড়া ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফ্রান্সের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে স্কলারশিপের সুবিধাও। তেমনি বিদেশি শিক্ষার্থীদের জন্য দ্য এমিলি বাউটমি স্কলারশিপের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি।

১৮৭২ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হওয়া এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১১২৫তম অবস্থানে অবস্থিত। যাঁদের একাডেমিক ফলাফল ভালো, যাঁরা এখানে পড়তে আসলেই আগ্রহী, সামাজিক কাজে ভূমিকা রাখেন এবং যাঁরা সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত, তাঁরাই ভর্তি হওয়ার সময় অগ্রাধিকার পান। স্নাতক পর্যায়ে ২০২৩ শিক্ষাবর্ষে এটি তিন বছর মেয়াদি একটি ফুল ফ্রি স্কলারশিপ। প্রতি তিনজন শিক্ষার্থীর একজনকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

  • ইকোনমিকস
  • হিউম্যান রিসোর্স
  • ইন্টারন্যাশনাল ইকোনমিকস
  • ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোমেসি
  • ইন্টারন্যাশনাল স্টাডিজ
  • আইন
  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
  • রিজিওনাল প্ল্যানিং
  • বিবিএ
  • কমিউনিকেশন স্টাডিজ
  • ফিন্যান্স
  • ম্যানেজমেন্ট
  • মার্কেটিং
  • ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ
  • ইউরোপিয়ান স্টাডিজ
  • আরবার স্টাডিজ
  • সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • আরবান স্টাডিজ


সুযোগ-সুবিধা

এই স্কলারশিপে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়। আছে আবাসনব্যবস্থা এবং খেলাধুলার সুযোগ। স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। এগুলো হলো স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ১৪ লাখ ২৪ হাজার ৮৮৮ টাকা (১৩,১৯০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৯ লাখ ৫০ হাজার ৬৪৫ টাকা (৮,৮০০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৬ লাখ ৪৮ হাজার ১৬৭ টাকা (৬,০০০ ইউরো) ও স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা (৩,৬০০ ইউরো) আর্থিক সুবিধা দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীদের অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে।
  • প্রথমবার আবেদনকারী হতে হবে।
  • স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে।
  • দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না। 


প্রয়োজনীয় কাগজপত্র

  • আয়ের প্রমাণপত্র, যা পারিবারিক অবস্থান ব্যাখ্যা করবে
  • জীবনবৃত্তান্ত
  • শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সনদ
  • পাসপোর্টের কপি
  • একটি একাডেমিক রেফারেন্স
  • রেকমেন্ডেশন লেটার
  • মোটিভেশনাল লেটার
  • জন্মনিবন্ধন সনদ


আবেদনের প্রক্রিয়া

আগ্রহীদের সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সেখানে দেওয়া একটি ভিডিও টিউটোরিয়ালে আবেদনের পদ্ধতি দেওয়া হবে। সেটা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের পর মোট চারটি ধাপে এখানের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। এই বিশ্ববিদ্যালয়ে তাঁরাই সুযোগ পান, যাঁদের উচ্চমাধ্যমিকে ফলাফল ভালো। একই সঙ্গে যাঁরা কথা বলার মাধ্যমে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারেন এবং লিখে তাঁদের উদ্দেশ্য বোঝাতে পারেন। সেই সঙ্গে জুরিবোর্ডকে বোঝাতে পারেন যে কেন তাঁকেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হবে। একাডেমিক ফলাফলের ক্ষেত্রে কলেজের দুই বছরের ফলাফল এবং এইচএসসি বা ও লেভেলের ফলাফল লাগবে। সেই সঙ্গে প্রয়োজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার। তিনটি আলাদা আলাদা রচনায় নিজের ব্যাকগ্রাউন্ড, আগ্রহ এবং মোটিভেশন সম্পর্কে লিখতে হবে। সবশেষে ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হবে।

ওয়েবসাইট: https://www.sciencespo.fr/en/
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৩। 
অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত