Ajker Patrika

শীতে ডায়রিয়ার প্রকোপ রৌমারীতে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
শীতে ডায়রিয়ার প্রকোপ  রৌমারীতে

কুড়িগ্রামের রৌমারীতে রোটা ভাইরাসের সংক্রমণের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টি শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া দেড় শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।

এদিকে রোগীর অভিভাবকদের অভিযোগ, স্যালাইনসহ যাবতীয় ওষুধ স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে থেকে কিনতে হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, অভিভাবকেরা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের কোলে নিয়ে বারান্দায় বিছানা পেতে কিংবা চেয়ারে বসে তাদের স্যালাইন দিচ্ছেন। এ সময় কথা হয় আট মাসের শিশু মরিশার চিকিৎসা নিতে আসা উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের রেজেনা বেগমের সঙ্গে। তিনি জানান, তিন দিন ধরে তাঁর মেয়ের ডায়রিয়া হচ্ছে। তাই গতকাল সকালে হাসপাতালে ভর্তি করান। কিন্তু বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। একই কথা বলেন শিশুদের চিকিৎসা করাতে আসা নওদাপাড়া গ্রামের মজনু মিয়া ও বোয়ালমারী গ্রামের সহিদুর রহমান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. মোক্তারুল ইসলাম জানান, শীতের কারণে রৌমারীতে রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। কয়েক দিনের তুলনায় হাসপাতালে এই ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। হাসপাতালে জনবলসংকট থাকলেও ওষুধপত্রের সংকট নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, প্রতিদিনই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘বর্তমানে আমাদের উপজেলায় আবহাওয়াজনিত কারণে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। রোটা ভাইরাস ভাইরাল ডায়রিয়া। এ ডায়রিয়া ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ বাড়ছে। এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আমরা সাপোর্ট চিকিৎসা দিচ্ছি। তিন থেকে সাত দিনের মধ্যে রোগী সেরে ওঠে।’ তিনি আরও বলেন, এ সময় মায়েদের বুকের দুধ বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

এলাকার খবর
Loading...