Ajker Patrika

বশেফমুবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বশেফমুবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রশাসনিক অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদ ও ১০ দফা দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।

গতকাল বুধবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বন্ধ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। বিকেলে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তাঁরা। 
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. মামুন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনিক অব্যবস্থাপনাটাই আমাদের মূল অভিযোগ। শিক্ষকদের প্রমোশনটা সময়মতো কর্তৃপক্ষ দেন না। সার্কুলার ঠিকমতো দেন না। বিশ্ববিদ্যালয় গড়ার পেছনের শিক্ষকদের পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যথাযথ মূল্যায়ন না করা হয় না। অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারিশ্রমিকের সমতাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। তাঁদের দাবি আদায় হলেই কর্মবিরতি থেকে সরে যাবেন বলে জানান তিনি।

দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের নবম অর্থ কমিটির সভায় শিক্ষকসংশ্লিষ্ট সিদ্ধান্তের রেজল্যুশনে বিকৃতভাবে লিপিবদ্ধ ও ১২তম সিন্ডিকেট সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপনের মাধ্যমে শিক্ষকদের হেয়প্রতিপন্ন করা হয়েছে। একাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা ও হলের ডাইনিং পরিচালনায় ভর্তুকি প্রদান করা, পরিবহন পুলে শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক গাড়ি এবং অ্যাম্বুলেন্স বরাদ্দ। কেন্দ্রীয় লাইব্রেরিতে মূল ও রেফারেন্স বইয়ের একাধিক মাল্টার কপিসহ উন্নত মানের দেশি-বিদেশি বই, জার্নাল সরবরাহ করা, লাইব্রেরির ব্যবস্থাপনায় আধুনিকীকরণ ও অটোমেশনের বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণ করে পুনর্নির্মাণ করা।

 শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ফাইনাল পরীক্ষা চলছিল। বিকেলে জানতে পারি যে পরীক্ষা হবে না। এ পরীক্ষা গত মাসে হওয়ার কথা ছিল। আর একটা মাস চলে গেল। এভাবে চলতে থাকলে সাত বছরেও ডিগ্রি পাব না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনলাম। আমি একটু অসুস্থ, তাই বাইরে রয়েছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব দেখব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত