Ajker Patrika

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৪৫
Thumbnail image

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের আদালত এ রায় দেন।

হত্যাকাণ্ডের প্রায় ৯ বছর পর এ রায় ঘোষণা করা হলো। দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠান্ডাঝিরি এলাকার বাসিন্দা। নিহত মনোয়ারা বেগম তাঁর দ্বিতীয় স্ত্রী ও একই এলাকায় সৈয়দ আলমের মেয়ে। রায় ঘোষণার পর মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন।

দণ্ডাদেশের বিষয় নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম জানান, রায় ঘোষণার সময় আসামি আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, আসামি মো. আবুল কালাম তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়।

আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ সকালে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আবুল কালাম। এতে মনোয়ারার মৃত্যু হলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে কালামের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর আবুল কালামকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয় পুলিশ। তবে আসামি পলাতক থাকায় তাঁকে এসডিএল (সরকারি কৌঁসুলি) নিয়োগ করে আদালত। পরে ২০২১ সালের ৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কালামকে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত