Ajker Patrika

কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ব্যাংকিং খাতে তাৎক্ষণিক লেনদেনের জন্য জনপ্রিয় হচ্ছে কার্ড। এমনকি সহজ ব্যবহারের সুবাদে গ্রাহকও ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে ঝুঁকছে। আর ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে কার্ড ইস্যু শর্ত অনেকটা শিথিল করেছে। এসব কারণে গত এক বছরে ব্যাংকিং খাতে কার্ডের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা বা ৩৩ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ২২ হাজার। এর মধ্যে ডেবিট কার্ড ২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৭৫৮টি। আর ক্রেডিট কার্ডের সংখ্যা ২০ লাখ ৬৮ হাজার এবং প্রিপেইড কার্ড রয়েছে ৩১ লাখ ৯৮ হাজার। তবে সবচেয়ে বেশি লেনদেন হয় ডেবিট কার্ডের মাধ্যমে। হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, গত অক্টোবর দেশি ও বিদেশি মুদ্রায় কার্ডে মোট ৩৮ হাজার ১৩৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। এই লেনদেনের পরিমাণ গত বছরের অক্টোবরে ছিল ২৫ হাজার ৫০১ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে গত বছরের থেকে কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ১২ হাজর ৬৩৪ কোটি বা ৩৩ দশমিক ১৩ শতাংশ।

একই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ব্যাংক কার্ডে বিদেশি মুদ্রায় ৬০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের একই সময়ে এ লেনদেনের পরিমাণ ছিল ২৩১ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি মুদ্রায় কার্ডের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা বা ১৬১ দশমিক ৪৫ শতাংশ। এ সময় দেশি মুদ্রায় লেনদেন হয়েছে ৩৭ হাজার ৫৩০ কোটি ২০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ হাজার ২৬০ কোটি ৪০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘বাজারে নগদ ডলার না থাকার কারণে এখন মানুষ কার্ডে ডলার লেনদেনে ঝুঁকছে। এ ছাড়া কার্ডের চেয়ে নগদ ডলারের দাম বেশি। এ জন্য গ্রাহকেরা এখন কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় লেনদেন করে। তাই কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় লেনদেন বৃদ্ধি পাচ্ছে। আর সহজ ও তাৎক্ষণিকভাবে লেনদেনের কারণে গ্রাহক আগের চেয়ে বেশি কার্ড ব্যবহার করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত