আজকের পত্রিকা ডেস্ক
ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ভাগনারের বিদ্রোহের পর প্রথমবারের মতো বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গতকাল মঙ্গলবার রুশপন্থী সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ভার্চুয়াল বৈঠকে এ সাক্ষাৎ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতারা উপস্থিত ছিলেন। খবর সিএনএনের।
পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক ভারত। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল দেশটি।
এবারের বৈঠকটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। ভারত ও চীনের বাইরে জোটের চার সদস্য কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। আর গতকাল মঙ্গলবার জোটে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে ইরান ও বেলারুশ।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই জোটের সব দেশই জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাশিয়ার প্রতি নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব এসেছে চীনের কাছ থেকে। অন্যদিকে এ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বারবার আহ্বান জানিয়ে আসছে ভারত।
শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই বৈঠকের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের বিদ্রোহের পরও রাশিয়ায় পরিস্থিতি যে তাঁর নিয়ন্ত্রণে রয়েছে, তা তুলে ধরার বড় সুযোগ পেয়েছেন পুতিন।
বৈঠকে দেওয়া ভাষণে পুতিন বিশ্বনেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সাংবিধানিক শৃঙ্খলা-ধারাবাহিকতা, নাগরিকদের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় রুশ নেতৃত্বের প্রতি সমর্থন দেওয়ায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’
ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ভাগনারের বিদ্রোহের পর প্রথমবারের মতো বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গতকাল মঙ্গলবার রুশপন্থী সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ভার্চুয়াল বৈঠকে এ সাক্ষাৎ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতারা উপস্থিত ছিলেন। খবর সিএনএনের।
পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক ভারত। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল দেশটি।
এবারের বৈঠকটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। ভারত ও চীনের বাইরে জোটের চার সদস্য কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। আর গতকাল মঙ্গলবার জোটে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে ইরান ও বেলারুশ।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই জোটের সব দেশই জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাশিয়ার প্রতি নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব এসেছে চীনের কাছ থেকে। অন্যদিকে এ সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বারবার আহ্বান জানিয়ে আসছে ভারত।
শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই বৈঠকের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের বিদ্রোহের পরও রাশিয়ায় পরিস্থিতি যে তাঁর নিয়ন্ত্রণে রয়েছে, তা তুলে ধরার বড় সুযোগ পেয়েছেন পুতিন।
বৈঠকে দেওয়া ভাষণে পুতিন বিশ্বনেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সাংবিধানিক শৃঙ্খলা-ধারাবাহিকতা, নাগরিকদের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় রুশ নেতৃত্বের প্রতি সমর্থন দেওয়ায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪