Ajker Patrika

‘যমুনার ভাঙন রোধে বন্যার আগেই হবে বেড়িবাঁধ’

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১২: ৪৯
‘যমুনার ভাঙন রোধে বন্যার আগেই হবে বেড়িবাঁধ’

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আগামী বন্যার আগেই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এর ফলে পরবর্তী বন্যায় যমুনা নদীর ভাঙন আর থাকবে না।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পৌলী গ্রামে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নদী ভাঙন চিরাচরিত নিয়ম উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমীক্ষাও চলমান রয়েছে। ইতিমধ্যে ২ দশমিক ৯ কিলোমিটার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। চলতি বন্যার পানি কমে গেলে কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন রোধে পাড় থেকে দেড় থেকে দুই শ ফিট দূরে স্পার দেওয়া হবে। ফলে স্রোতের ধাক্কা সরাসরি পাড়ে লাগবে না। এতে তেমন ভাঙনও হবে না। পলিমাটি পড়ে এই জায়গায় আস্তে আস্তে চর পরে যাবে।

বিভিন্ন এলাকায় এভাবে কাজ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে ভাঙনে হারিয়ে যাওয়া জমিতে চাষাবাদসহ বসতবাড়ি করতে পারবে। এ ছাড়া নদী শাসনের মাধ্যমে স্রোতের গতিপথ সোজা রাখা হবে।’

তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। যুগের পর যুগ নদী ভাঙে, নদী গড়ে। নদীর বিভিন্ন জায়গায় চরও জেগে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নয়। সমৃদ্ধিশালী দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তাদের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কিন্তু ভুক্তভোগী হচ্ছি আমরা।

এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব অঞ্চল) মাহবুর রহমান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত