Ajker Patrika

কলকাতার সিনেমায় চুমকি ও নাদিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ০৮: ৫৪
Thumbnail image

বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে কাছাকাছি সময়ে কলকাতার সিনেমায় সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন জয়া আহসান। নুসরাত ফারিয়া, সোহানা সাবা, রাফিয়াত রশিদ মিথিলাসহ বাংলাদেশের অনেক অভিনেত্রী আছেন, যাঁরা সেখানকার মূলধারার সিনেমায় কাজ করেছেন ও করছেন। তাঁদের দলে যুক্ত হতে যাচ্ছেন আরও দুই অভিনেত্রী, ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া। টালিউডের ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা। দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনেত্রা সুন্দরম সিনেমার পরিচালক শিব রাম শর্মা। চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে সুনেত্রা সুন্দরম সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।

ফারজানা চুমকি বলেন, ‘চিত্রগ্রাহক রাজন রমর মাধ্যমে প্রস্তাবটি আমার কাছে আসে। দেশে এসে নির্মাতা চিত্রনাট্য শুনিয়েছেন। দারুণ গল্প। চমৎকার চরিত্র। তাই অভিনয়ে অমত করিনি।’ অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন চুমকি। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’। আর নাদিয়া অভিনীত প্রথম সিনেমা আবু সাইয়ীদের ‘ড্রেসিং টেবিল’। এরপর রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ও ভিকি জাহেদের ‘রেডরাম’ সিনেমায় অভিনয় করেন তিনি। নাদিয়া বলেন, ‘আমি সব সময়ই একটু ভিন্ন গল্পের সিনেমায় সুযোগ খুঁজি। সুনেত্রা সুন্দরম-এর কনসেপ্টটি বেশ আলাদা মনে হয়েছে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে।’

সালহা খানম নাদিয়া২৩ মার্চ থেকে কলকাতায় শুরু হবে সুনেত্রা সুন্দরম সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতে নাদিয়া কলকাতায় রওনা হবেন ২০ মার্চ। আর চুমকি যাবেন পরদিন, ২১ মার্চ। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন জায়গায়।

সুনেত্রা সুন্দরম সিনেমার গল্পের বিষয়টি চমৎকার। শৌচালয়ের অভাব বিশেষ করে শহরে খুব প্রকট সমস্যা। এ কারণে বাইরে বেরিয়ে নারীরা সমস্যায় পড়েন প্রায়ই। গল্পের যিনি প্রধান চরিত্র, তিনিও নারী। কিডনির অসুখ তাঁর। ফলে নিজের প্রস্রাবের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না।

নির্মাতা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। এমন অনেক স্থান রয়েছে, যেখানে প্রয়োজন তবু কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন সুনেত্রা সুন্দরম সিনেমার গল্প।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া। সুনেত্রা সুন্দরম সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য আ খ ম হাসানের কাছেও প্রস্তাব এসেছিল। কিন্তু চরিত্রটি পছন্দ না হওয়ায় সে প্রস্তাবে সাড়া দেননি বলে জানিয়েছেন আ খ ম হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত