নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও নির্মাণ করা হয়নি নিজস্ব পৌরভবন। শুরু থেকে আজ পর্যন্ত ভাড়া করা একটি বাড়িতেই চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, এতগুলো বছরে পৌরসভায় হয়নি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৩ সালে ১৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে যাত্রা শুরু হয় লোহাগড়া পৌরসভার। প্রথম থেকেই ভাড়া করা একটি ভবনে চলে দাপ্তরিক কার্যক্রম। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত এই পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন আশরাফুল আলম। দীর্ঘদিন ধরে একটানা নির্বাচিত মেয়র হিসাবে দায়িত্ব পালন করলেও পৌর এলাকার উন্নয়ন করতে পারেননি তিনি। এমনকি স্থানীয়দের অভিযোগ মেয়রকে অফিসে খুঁজে পাওয়া যায় না।
পৌরসভার আওতাভুক্ত বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটের বেহাল দশা। ঈদগাহ-জয়পুর আরসিসি সড়কের লোহার রড বের হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। থানা থেকে হাসপাতালে যাওয়ার সড়ক খানা-খন্দে ভরা। নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টি হলেই কলেজ সড়কসহ সব সড়কেই পানি জমে। বড় বাজারের চারদিকে আবর্জনার স্তূপ। পানি সরবরাহ ব্যবস্থা গড়েই ওঠেনি। রাতে পৌর এলাকার সড়কের দুপাশের ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলে না। এ রকম পরিবেশের ভেতর দিয়েই ৫০ হাজার পৌরবাসী নানা বিড়ম্বনার শিকার হয়ে বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘লোহাগড়া পৌরসভায় কোনো উন্নয়নই হয়নি। মেয়রকে অফিসে পাওয়া যায় না। অফিসে না পেয়ে মানুষ তাঁর বাড়িতে গিয়ে খোঁজ করে। সেখানেও তাঁকে পাওয়া যায় না।’
লোহাগড়া বাজারের ব্যবসায়ী নেতা শাহাদৎ হোসেন সাবু বলেন, ‘মেয়র কোথায় যে থাকেন তা কেউ বলতে পারেন না। পাঁচ বছরে তিনি দুইবার এলাকায় এসেছেন কি না সন্দেহ।’
মেয়রের বাড়ির সামনে থেকে ফিরে যাওয়া এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘বাড়িতে ঢুকে ডাকাডাকি করেও পাইনি মেয়রকে। এ নিয়ে সাতবার মেয়রের সঙ্গে দেখা করতে এসেছি। মাত্র দুবার তাঁর দেখা পেয়েছি।’
এ বিষয়ে কথা বলতে মেয়র আশরাফুলের মোবাইলে কল দিলে তা বন্ধ দেখায়। তবে মেয়রের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, এবারের পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসতে পারে বলে ফোন বন্ধ করে রেখেছেন মেয়র।
নড়াইলের লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও নির্মাণ করা হয়নি নিজস্ব পৌরভবন। শুরু থেকে আজ পর্যন্ত ভাড়া করা একটি বাড়িতেই চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, এতগুলো বছরে পৌরসভায় হয়নি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৩ সালে ১৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে যাত্রা শুরু হয় লোহাগড়া পৌরসভার। প্রথম থেকেই ভাড়া করা একটি ভবনে চলে দাপ্তরিক কার্যক্রম। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত এই পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন আশরাফুল আলম। দীর্ঘদিন ধরে একটানা নির্বাচিত মেয়র হিসাবে দায়িত্ব পালন করলেও পৌর এলাকার উন্নয়ন করতে পারেননি তিনি। এমনকি স্থানীয়দের অভিযোগ মেয়রকে অফিসে খুঁজে পাওয়া যায় না।
পৌরসভার আওতাভুক্ত বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাটের বেহাল দশা। ঈদগাহ-জয়পুর আরসিসি সড়কের লোহার রড বের হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। থানা থেকে হাসপাতালে যাওয়ার সড়ক খানা-খন্দে ভরা। নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টি হলেই কলেজ সড়কসহ সব সড়কেই পানি জমে। বড় বাজারের চারদিকে আবর্জনার স্তূপ। পানি সরবরাহ ব্যবস্থা গড়েই ওঠেনি। রাতে পৌর এলাকার সড়কের দুপাশের ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলে না। এ রকম পরিবেশের ভেতর দিয়েই ৫০ হাজার পৌরবাসী নানা বিড়ম্বনার শিকার হয়ে বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘লোহাগড়া পৌরসভায় কোনো উন্নয়নই হয়নি। মেয়রকে অফিসে পাওয়া যায় না। অফিসে না পেয়ে মানুষ তাঁর বাড়িতে গিয়ে খোঁজ করে। সেখানেও তাঁকে পাওয়া যায় না।’
লোহাগড়া বাজারের ব্যবসায়ী নেতা শাহাদৎ হোসেন সাবু বলেন, ‘মেয়র কোথায় যে থাকেন তা কেউ বলতে পারেন না। পাঁচ বছরে তিনি দুইবার এলাকায় এসেছেন কি না সন্দেহ।’
মেয়রের বাড়ির সামনে থেকে ফিরে যাওয়া এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘বাড়িতে ঢুকে ডাকাডাকি করেও পাইনি মেয়রকে। এ নিয়ে সাতবার মেয়রের সঙ্গে দেখা করতে এসেছি। মাত্র দুবার তাঁর দেখা পেয়েছি।’
এ বিষয়ে কথা বলতে মেয়র আশরাফুলের মোবাইলে কল দিলে তা বন্ধ দেখায়। তবে মেয়রের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, এবারের পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসতে পারে বলে ফোন বন্ধ করে রেখেছেন মেয়র।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪