Ajker Patrika

দুই বছর পর ঘোড়দৌড় দর্শনার্থীদের ভিড়

নড়াইল প্রতানিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২: ১৮
Thumbnail image

নড়াইলে গত শুক্রবার ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। প্রতি বছরই নড়াইলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে ২ বছর এটি অনুষ্ঠিত হয়নি। এবার নড়াইল সদর উপজেলার দুর্গাপুর-ডুমুরতলা বিল এলাকায় গত শুক্রবার বিকেলে এ ঘোড়দৌড় হয়। দুর্গাপুর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও মাগুরা জেলার ৩২টি ঘোড়া অংশগ্রহণ করে। শহুরে জীবনের একঘেয়েমি ও করোনা মহামারির ভয়াবহতা কিছুটা কাটিয়ে ওঠার পর এ প্রতিযোগিতা দেখতে হাজার মানুষের ঢল নামে।

ঘোড়ার দৌড় দেখতে আসা দর্শক মধু সরকার জানান, আগে বিভিন্ন স্থানে খেলাগুলো দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর দেখা যায় না। দীর্ঘদিন পরে ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে পেরে খুব খুশি লাগছে।

ঘোড়ার মালিক রাব্বি মোল্যা জানান, ঘোড়া পালন করা অনেক ব্যয়বহুল, তবু গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে ধরে রাখতে ও মানুষকে সুষ্ঠু বিনোদন দিতে পারাটাই আমাদের কাছে আনন্দের।

আরেক ঘোড়ার মালিক আকতার হোসেন বলেন, ঘৌড় দৌড় প্রতিযোগিতা মাঝেমাঝেই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। কেননা আমরা অনেক টাকা ব্যয় করে এই ঘোড়া লালন পালন করি। ঘৌড় দৌড় প্রতিযোগিতা বেশি বেশি না হলে আমরা এই সংস্কৃতি বেশি দিন ধরে রাখতে পারব না।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের রাব্বি মোল্যার ঘোড়া। দ্বিতীয় হয়েছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আলী আকবরের ঘোড়া এবং তৃতীয় হয়েছে মাগুরা জেলার মহম্মদপুরের আকতার হোসেনের ঘোড়া।

সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার কাউন্সিলর আনিচুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস, আরমান খান, মো. আহম্মেদ আলী।

কাউন্সিলর ইপি রানী বিশ্বাস বলেন, ঘৌড় দৌড় প্রতিযোগিতা বাঙালি গ্রামীণ কৃষ্টি। এই গ্রামীণ ঐতিহ্য কে ধরে রাখার জন্য আমাদের এলাকায় প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত