Ajker Patrika

চীন উচ্চশিক্ষায় সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

মুসাররাত আবির
চীন উচ্চশিক্ষায় সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

বর্তমান বিশ্বে চীন সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির দেশ। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে চীনের বেশ কয়েকটি ইউনিভার্সিটি স্থান দখল করে আছে। সারা বিশ্ব থেকেই এখন চীনে প্রচুর স্টুডেন্ট পড়তে আসছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ, চীনা সরকার বিদেশি স্টুডেন্টদের এখানে পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপের কারণে শিক্ষার্থীরা অনেক কম খরচে পড়াশোনা করতে পারে।

চীনের বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

চীনাদের গর্বের প্রতীক
পশ্চিমা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর আদলে পরিচালিত চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। রাজধানী বেইজিংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বয়স শত বছরেরও বেশি। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে এ বিশ্ববিদ্যালয় চীনাদের গর্বের প্রতীক। বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার সুযোগ পাওয়াও অনেক সৌভাগ্যের বিষয়। তাই তো আন্তর্জাতিক শিক্ষার্থীরা উন্মুখ থাকেন একটি স্কলারশিপের জন্য। 

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট পাস হতে 
    হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
  • ২০২৩ সালের ১ আগস্ট বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছর।
    ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 
  • আবেদনের সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার মানদণ্ড জমা দিতে হবে। 
  • আবেদনকারীর টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে। 
  • নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। 

ওয়েবসাইটে

আবেদনের শেষ তারিখ
২০ সেপ্টেম্বর, ২০২২

 অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত