Ajker Patrika

ছয় বিদ্রোহীকে বহিষ্কার করল আওয়ামী লীগ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
ছয় বিদ্রোহীকে বহিষ্কার করল আওয়ামী লীগ

নোয়াখালী সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় চেয়ারম্যান পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তাঁদের কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম। এর আগে গত সোমবার রাতে আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান শিপন দাদপুর ইউপিতে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন এওজবালিয়া ইউপিতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী হায়দার বকশী, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় দলীয় পদ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত