Ajker Patrika

নির্বাচনী অফিসে আগুন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ২৬
নির্বাচনী অফিসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। তবে স্বতন্ত্র প্রার্থীর দাবি, তাঁর নেতা-কর্মীদের হয়রানি করতে আওয়ামী লীগের নিজেই এই নাটক সাজিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, ‘গত রোববার রাত ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম লাবলুর লোকজন আমার অফিস দুটিতে ককটেল হামলা চালায়। পরে তারা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’

তবে অভিযোগ অস্বীকার করে সামছুল আলম লাবলু বলেন, নির্বাচনে আমার পক্ষে গণজোয়ার দেখে নৌকার প্রার্থীর লোকজন নিজেরা আগুন দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত