Ajker Patrika

প্রতিমন্ত্রী পলকের তোপের মুখে বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি
Thumbnail image

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তোপের মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. হাসিবুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তি খাতে অব্যবস্থাপনা, পর্যাপ্ত জায়গা না থাকা এবং পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই তোপে ফেলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মোবাইল গেম ও অ্যাপস টেস্টিং ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা চোখে পড়ায় তিনি উপাচার্যকে প্রশ্নবাণে জর্জরিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের সব আছে মুখে মুখে। আপনাদের কী আছে আমাকে দেখান। আপনাদের ল্যাব থাকলে আমাকে দেখান। আপনাদের বিবেক থাকলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দ্রুত আধুনিকায়ন করতে কাজ করবেন। এখন সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।’

জুনাইদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে চারটি খাতে (সাইবার নিরাপত্তা, রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাইক্রো প্রসেসর ডিজাইনিং) মানবসম্পদ উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে সক্ষমতা তৈরি করতে হবে।

এই চার খাত উন্নয়নে উপাচার্যকে পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মন্ত্রণালয় যাবতীয় সমস্যার সমাধান করবে।

বেরোবি উপাচার্যকে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের কী আছে, কী নাই, কী চাই, কবে করবেন, কে করবেন, কীভাবে করবেন আর কত টাকা লাগবে-এই সাতটি প্রশ্নের উত্তর তিন দিনের মধ্যে আমাদের লিখিত আকারে দেবেন।’

বেরোবি প্রশাসনের সাড়া না পাওয়ার কথা তুলে ধরে জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা ১০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে একখণ্ড জমি চেয়েছিলাম ‘বিজনেস ইন কমিশন সেন্টার’ করব বলে, কিন্তু পাই নাই। আপনারা জায়গা দেননি, তাই হয়নি। কিন্তু চুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিকই নির্মাণ করা হয়েছে।

আমরা কিছুদিন আগে দেশের ১০০ বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ করেছি। কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি। আপনারা উদ্যোগ নেননি তাই হয়নি। আমরা আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ হারাচ্ছে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর ছাড়াও সহউপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা, প্রক্টর গোলাম রব্বানী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত