Ajker Patrika

পাঁচ বছর পর মাকে ফিরে পেলেন ফারজানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৫৫
পাঁচ বছর পর মাকে ফিরে পেলেন ফারজানা

ফেসবুকে দেওয়া হারানো বিজ্ঞপ্তি থেকে পাঁচ বছর পর মানসিক ভারসাম্যহীন মাকে ফিরে পেয়েছেন মেয়ে ফারজানা আক্তার মিম। ওই নারীর নাম রিনা আক্তার খতে (৪৬)। তিনি খুলনার ফুলতলার নাড়ীপাড়া গ্রামের মোহসীন আখনের স্ত্রী। গতকাল মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে কয়েকজন যুবকের সহায়তায় তাঁর মাকে ফেরত পান মিম।

ফারজানা আক্তার মিম বলেন, ‘২০১৫ সাল থেকে আমার মায়ের মানসিক সমস্যা দেখা দেয়। আমি তখন সপ্তম শ্রেণির ছাত্রী। তখন মা বাড়ি থেকে বের হয়ে যেত আবার ফিরে আসত। ২০১৭ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মা। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এদিকে মাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সম্মতিতে বাবাকে আবার বিয়ে দেওয়া হয়। কিন্তু গত রোববার মোবাইল ফোনে অপরিচিত এক নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় ‘আপনার মায়ের কি নাম রিনা?’ এ কথা শোনামাত্র আমি তাঁকে ছবি পাঠাতে বললে তিনি ছবি পাঠান। ছবি দেখে আমি চিনতে পারি তিনি আমার মা।’

জানা গেছে, এক সপ্তাহ ধরে এক মানসিক ভারসাম্যহীন নারী নিয়ামতপুর উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকার সেতুর ওপর ভবঘুরে হিসেবে থাকতেন। তাঁর এ অবস্থা দেখে স্থানীয় যুবক আব্দুর রাজ্জাক নয়ন, তারেক ও হারুন অর রশিদ ওই নারীর চিকিৎসার দায়িত্ব নেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈমের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রাথমিকভাবে ওই নারী তার নাম রিনা বলে জানান। এরপর স্থানীয় যুবক তারেক ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি খুঁজে তাঁর পরিবারের মোবাইল ফোন নম্বর পেলে যোগাযোগের মাধ্যমে মেয়ে ফারজানা ও বোনের মেয়ে শাহানাজ নিয়ামতপুরে আসেন রিনা আক্তারকে নিতে।

ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানানো হয়। এ ছাড়া যাঁরা এই নারীকে নিতে এসেছেন তাঁদের আসা ও যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত