Ajker Patrika

বটিয়াঘাটায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

হিরামন মন্ডল সাগর, বটিয়াঘাটা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ১৩
বটিয়াঘাটায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

বটিয়াঘাটা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়াই করছেন ২২ জন। পথসভা, শোডাউন ও গণসংযোগে এখন ব্যস্ত তারা। সদস্য পদের প্রার্থীরাও দিন রাত ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন।

ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছেন। আগামী ১১ নভেম্বর এ উপজেলার সুরখালী, ভান্ডারকোট ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

উপজেলার ৩ ইউনিয়নের মধ্যে ২ নং বটিয়াঘাটা সদর ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ পঞ্চানন বিশ্বাসের পুত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পল্লব কুমার বিশ্বাস রিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, (সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল এর জামাতা), অনুপম মন্ডল ও বিএনপি নেতা মো. ইমরান হোসেন মোল্লা। এখানে নির্বাচন হবে ত্রিমুখী। তবে অনেকের ধারণা শেষমেশ যুদ্ধ হবে মনোরঞ্জন মন্ডল ও পল্লব বিশ্বাসের (নৌকা) মধ্যে। অত্র ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন।

৪ নং সুরখালী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আফছার উদ্দিন শেখের ভাতিজা এস কে জাকির হোসেন লিটু (নৌকা), বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাদী সরদার (চশমা), উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বি এম মাসুদ রানা (আনারস), সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হেমায়েত আলী (ঘোড়া), মো. হাফিজুর রহমান শেখ, ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মো. তাওহিদুল ইসলাম, আলহাজ্ব হাফেজ হাফিজুর রহমান (মটর সাইকেল)।

৫ নং ভান্ডাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১২ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মো. আবুল কালাম আজাদ (নৌকা), বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুল শেখ, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হাওলাদার, মো. ইমরান উল্লাহ, মো. আমানত আলী শেখ, মো. খোকন মোল্লা, মো. ইখতিয়ার হোসেন মোল্লা, মো. শফিউল্লাহ শেখ, মো. মাহাবুর রহমান শেখ, মো. আজিজুল হক এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ রওশান আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত