Ajker Patrika

রামগড়ের শতবর্ষী এসডিও বাংলো হচ্ছে সংস্কার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ৫০
রামগড়ের শতবর্ষী এসডিও বাংলো হচ্ছে সংস্কার

খাগড়াছড়ির রামগড়ের শতবর্ষী এসডিও বাংলো সংস্কারের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

এদিকে তবে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতর হলেও এসডিও বাংলো সংস্কারে অনুমতি না নেওয়ার অভিযোগ তুলে উদ্বোধনে বাধা দেয় বিজিবি।

ডাকবাংলোটি রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে অবস্থিত। বাংলোর সংক্ষিপ্ত ইতিহাসসংবলিত বিলবোর্ড এর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। গতকাল সংস্কারকাজ উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ আরাফাত ছাড়াও রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ছিলেন।

রামগড় ইউএনও ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রাঙামাটির পতনের পর পার্বত্য চট্টগ্রাম জেলা সদর রামগড়ে স্থানান্তরিত করে স্বাধীন বাংলা সরকারের কার্যক্রম পরিচালনা করা হয়। তৎকালীন রাঙামাটি জেলা প্রশাসক এইচ টি ইমাম এখানে স্বাধীন সরকারের প্রশাসনিক কার্যক্রম চালাতেন। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এসডিও বাংলোটি জেলা প্রশাসকের নির্দেশে সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকেরা যেন বেড়াতে এসে সেই ইতিহাস জানতে পারেন, এ জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে।’

সংস্কারে বাধা দেওয়া প্রসঙ্গে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার বলেন, ‘শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে বিজিবির অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এসডিও বাংলো সংস্কারের সময় বিলবোর্ড স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি। যার জন্য বিজিবি সদস্যরা প্রথমে বাধা দেয়। যেহেতু প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে, সে জন্য বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে আসে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

১৯২০ সালে রামগড়কে মহাকুমায় রূপান্তরের পর সীমান্তবর্তী ফেনী নদীর কূলঘেঁষে তৎকালীন ব্রিটিশ সরকার মহাকুমা প্রশাসকের জন্য বাংলোটি নির্মাণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত