Ajker Patrika

পদ্মায় জেলের জালে ২০ কেজির কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৮
পদ্মায় জেলের জালে ২০ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ। মাছটির ওজন ২০ কেজি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চর কর্ণশনার মজলিশপুর এলাকায় নারান হালদার পদ্মা নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পরে জাল ওঠালে জালে ধরা পড়ে বিশাল আকারের একটি কাতল মাছ। এটি বিক্রির জন্য স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহানকে ফোন দেন তিনি। পরে শাজাহান তাঁর নৌকা নিয়ে গিয়ে পদ্মা নদীতে জেলের নৌকা থেকে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

শাজাহান পরে তাঁর মৎস্য আড়তে মাছটি আনার পর ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, ‘পদ্মার বিভিন্ন ধরনের বড় বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নিই। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদেরা আগে থেকেই আমাদের বলে রাখেন। বড় কোনো ভালো মাছ পেলে যেন তাঁদের জানাই।’

গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে সেগুলো রক্ষা করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত