Ajker Patrika

মোহাম্মদ ফরহাদ

সম্পাদকীয়
মোহাম্মদ ফরহাদ

মোহাম্মদ ফরহাদ ছিলেন আপাদমস্তক বিপ্লবী একজন কমিউনিস্ট নেতা। তাঁর জন্ম পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে, ১৯৩৮ সালের ৫ জুলাই।

দিনাজপুরের তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়াকালীন ভাষা আন্দোলনে যুক্ত থাকার কারণে বন্দী হয়ে আট মাস জেল খাটেন মোহাম্মদ ফরহাদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন।

ষাটের দশকে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ‘মস্তিষ্ক’ বলে পরিচিত ছিলেন মোহাম্মদ ফরহাদ। তিনি ১৯৬৮ সালে গোপন কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। একাত্তরে তিনি কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অধিনায়ক ছিলেন। স্বাধীন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে কাজ করার সুযোগ লাভ করে এবং ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৫।

১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি বোদা-দেবীগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খুব বেশি সময় না পেলেও তৃতীয় জাতীয় সংসদে ব্যতিক্রমী ভূমিকা, যুক্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত বাগ্মিতার কারণে একজন প্রতিশ্রুতিশীল পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন।

স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কৌশল নির্ধারণে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি ছিলেন আশির দশকের সিপিবির স্বর্ণযুগের স্থপতি।

এরশাদের আমলে নির্বাচনের আগে আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ১৫০: ১৫০ আসনে লড়ার প্রস্তাব দিয়ে এরশাদের ঘুম হারাম করে দিয়েছিলেন। এরশাদ তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে একজন প্রার্থী পাঁচটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার বিধান সংযুক্ত করেন। তিনি যেমন পাকিস্তান আমলে, তেমনি জিয়া ও এরশাদের আমলেও কারারুদ্ধ ছিলেন।

তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর মস্কোয় মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত