Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নৌকার আলমগীর

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন নৌকার আলমগীর

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নুরুল আলম আলমগীর। গতকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় নুরুল আলম আলমগীর বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

গতকাল শেষ দিনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বরুন বিকাশ রোয়াজা ও স্বতন্ত্র প্রার্থী অংসালা মারমা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে অন্য কোনো প্রার্থী না থাকায় ২ নম্বর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম আলমগীর চেয়ারম্যান হতে যাচ্ছেন।

উল্লেখ্য কাজী নুরুল আলম আলমগীর রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১১ সালে তিনি সর্বপ্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হোন। ২০১৬ সালে অনুষ্ঠিত রামগড় ইউপি নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ দাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত