Ajker Patrika

আটকে শনিবার বিকেল, মুক্তির পথে ফারাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯: ১৪
Thumbnail image

নানা কারণেই খবরটা গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশে হোলি আর্টিজানে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে সিনেমা বানানো হয়েছে। দ্বিতীয়ত, সিনেমাটি তৈরি হয়েছে বলিউডে। তৃতীয়ত, সিনেমাটি না বানাতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। বানানো শেষে এখন মুক্তি পাচ্ছে আন্তর্জাতিকভাবে। চতুর্থত, ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নামক একটি সিনেমা নির্মাণ করেছেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই সিনেমাটি প্রদর্শনের জন্য এখনো ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। সম্প্রতি সিনেমাটির মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন দেশের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা।

ফারাজ সিনেমার কলাকুশলী
হোলি আর্টিজানের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটির নাম ‘ফারাজ’। নাম ভূমিকায় অভিনয় করেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর। সিনেমার পরিচালক ও নির্মাতা হানসেল মেহতা। প্রযোজনা করছেন বলিউডের প্রভাবশালী দুই প্রযোজক অনুভব সিনহা ও ভূষণ কুমার। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে জানানো হয়েছিল, সিনেমার গল্প বাংলাদেশের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি; যে ঘটনায় ফারাজ তাঁর নিজের জীবনের বিনিময়ে অনন্য এক মানবিক গুণের পরিচয় দেন। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটে সেই ভয়াবহ জঙ্গি হামলা। ৩০ সেকেন্ডের একটি অ্যানিমেটেড কনটেন্টও প্রকাশ করেছে টি-সিরিজ। তাতে দেখা যায় হোলি আর্টিজান হামলার ভয়াবহতার কিছু চিত্র।

ফারাজ কোনো কল্পিত নাম নয়
হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ আইয়াজ হোসেন। দুর্ঘটনার সময় তিনি গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন ফারাজের বন্ধু অবিন্তা কবীর ও ইশরাত আখন্দ। ঘটনার পর জানা যায়, জিম্মিদশায় জঙ্গিরা ফারাজকে বের হয়ে যেতে বললেও তিনি তাঁর দুই বন্ধুকে ছাড়া যাবেন না জানালে অন্যদের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়।

হানসেল মেহতা

গত ৩১ আগস্ট বিচারপতি নীনা বানসাল শর্তসাপেক্ষে লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘ফারাজ’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন। আদালতে বিবাদীর আইনজীবীরা বলেন, ভারতের কোনো চলচ্চিত্র আন্তর্জাতিক কোনো উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়া গর্বের বিষয়। কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে মানহানির মামলা করতে পারেন।

‘ফারাজ’ নির্মাণ ও মুক্তির অপেক্ষা
গতকাল জানা গেল, ‘ফারাজ’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে লন্ডনে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ‘লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনীত হয়েছে সিনেমাটি। খবরটি জানিয়েছেন নির্মাতা হানসেল মেহতা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে “ফারাজ” মুক্তির ঘোষণা আসবে শিগগিরই। প্রায় তিন বছর ধরে গল্পটি পৃথিবীকে দেখাব বলে অপেক্ষা করছি। ফারাজ গভীর মানবিকবোধের এক গল্প।’

আইনি নোটিশ
গত বছর বলিউডের সিনেমাটির ঘোষণার পরপরই বাংলাদেশের ল ফার্ম লিগ্যাল কাউন্সেল সিনেমার নির্মাতাদের আইনি নোটিশ পাঠায়। অবিন্তা কবীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুবা আহমেদের পক্ষে নোটিশটি পাঠান ব্যারিস্টার মিতি সানজানা। নোটিশে বলা হয়, হোলি আর্টিজানের ঘটনায় তিনি একমাত্র মেয়ে অবিন্তা কবিরকে হারিয়েছেন। তাই তিনি চান না এই ঘটনা থেকে কোনো চলচ্চিত্র নির্মাণ হোক; কারণ, এটি তাঁর ও তাঁর পরিবারের কাছে এক করুণ ও কষ্টদায়ক স্মৃতিগুলোকে বারবার জাগিয়ে তুলবে। তা ছাড়া এ ধরনের চলচ্চিত্র নির্মাণ হলে তা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করবে, যার নেতিবাচক প্রভাব গোটা বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে ক্ষতির মুখে ঠেলে দেবে।
গতকাল ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘এ বিষয়ে এখনই মিডিয়াতে কিছু বলতে চাচ্ছি না। তা ছাড়া এটা আমার ক্লায়েন্ট রুবা আহমেদের বিষয়, তাঁর কাছ থেকেও কোনো নির্দেশনা পাইনি।’

ফারুকীর প্রতিক্রিয়া
‘ফারাজ’ সিনেমা মুক্তির খবর শুনে মোস্তফা সরয়ার ফারুকী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। ভারতীয় সিনেমা “ফারাজ” দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসেল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার সিনেমাটা শেষ করে প্রিমিয়ার করতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন। একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার সিনেমাতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নেই, কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রেট করা হয়নি, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার সিনেমাটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত