Ajker Patrika

ধীরে ধীরে ফিরছেন তিশা

ধীরে ধীরে ফিরছেন তিশা

অনেক দিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে পর্দার বাইরে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এবার ফিরছেন তিনি। বছরের শুরুতেই বিজ্ঞাপনের কাজে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এখন ব্যস্ত রয়েছেন ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচারে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম ভাগেই স্বরূপে ফিরতে চান তিশা।

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। তাই সিনেমার প্রচারে বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিশা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে। এর আগে গত মঙ্গলবার রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সে প্রচারে অংশ নিয়েছেন। তিশা বলেন, ‘যুবসমাজ, বিশেষ করে শিক্ষার্থীদের কথা চিন্তা করে তৈরি হয়েছে সিনেমাটি। তাই স্কুল-কলেজে গিয়ে প্রচার চালাচ্ছি। শিক্ষার্থীদের বলব, আপনারা সবাই মিলে প্রেক্ষাগৃহে যাবেন। তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুটিং শুরুর আগে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন। নিজেকে তৈরি করেছেন প্রীতিলতার আদলে। এরপর অংশ নিয়েছেন শুটিংয়ে। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আমাদের কাছে কোনো ভিডিও ডকুমেন্ট ছিল না। তাই চরিত্রটি ধারণ করা খুব কঠিন ছিল। বই পড়ে, নানাজনের সঙ্গে কথা বলে, বিশেষ করে সেলিনা হোসেন ও নির্মাতার সঙ্গে আলোচনা করে চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হয়েছে।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। এদিকে একই দিনে মুক্তি পেতে পারে তিশা অভিনীত আরেকটি সিনেমা ‘শনিবার বিকেল’। দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর সম্প্রতি ছাড়পত্র পাওয়ার পথে রয়েছে সিনেমাটি। সিনেমাটি ৩ ফেব্রুয়ারি মুক্তির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালক। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, সেন্সর ছাড়পত্রের কপি হাতে পাওয়ার পর সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এক শটে নির্মিত এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিশা।

সম্প্রতি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খাদ্যপণ্য ‘চপস্টিক’-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আস্তে আস্তে কাজে ফিরছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত