Ajker Patrika

সরকারি কাজে বাধা প্রকৌশলীকে হুমকি

পাবনা প্রতিনিধি
সরকারি কাজে বাধা প্রকৌশলীকে হুমকি

পাবনায় সড়কে মাটি ভরাট ও মেরামতের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাঁরা। এ ঘটনায় প্রকৌশলী  নাজমুল হোসেন পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পাবনা পানি উন্নয়ন বোর্ডের অধীনে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড় ব্রিজ থেকে আটঘরিয়া উপজেলার তারাপাশা স্লুইসগেট পর্যন্ত একটি পানিনিষ্কাশন খাল খনন করা হয়, যা সরকারি খাস খতিয়ান সম্পত্তি এবং ম্যাপে খাল হিসেবে বিদ্যমান।

খননের পর বৃষ্টিতে খালের পাড় অর্থাৎ মানুষের যাতায়াতের রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। স্থানীয়রা মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলীকে বিষয়টি অবগত করেন। গত ২৯ ডিসেম্বর সকালে ইউপি চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শন করেন এবং ১ জানুয়ারি সকালে ১২ থেকে ১৫ জন মাটিকাটা শ্রমিককে ওই রাস্তা সংস্কারের 
জন্য পাঠান।

এ সময় সংস্কারকাজে বাধা দেন মনোহরপুর গ্রামের খলিলুর রহমান সরদার, সিরাজুল ইসলাম সরদার, হামিদ মোল্লা, আসাদ মোল্লা, আব্দুর রহিম মোল্লা ও সেলিম মোল্লা। তাঁরা সরকারি এই সম্পত্তি নিজেদের দাবি করে কাজে বাধা দিলে মাটিকাটা শ্রমিকেরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এমন খবর আমাকে মোবাইল ফোনে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। বিষয়টি নিয়ে আমি বাধাদানকারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আমাকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি তাঁরা আমার চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন। আমি বিষয়টি লিখিতভাবে সদর থানায় জানিয়েছি।’

অভিযুক্ত ব্যক্তিদের একজন মনোহরপুর গ্রামের আব্দুর রহিম মোল্লা বলেন, ‘ওখানে আমাদের জমি আছে আর আমাদের জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।’

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত