Ajker Patrika

যথার্থ ফল পেয়েছে দুর্দান্ত বাংলাদেশ

যথার্থ ফল পেয়েছে দুর্দান্ত বাংলাদেশ

সিরিজের দুই ওয়ানডের চিত্রনাট্য অনেকটা এক। ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর দুটো ম্যাচ জিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দুটিতেই নায়ক মেহেদী হাসান মিরাজ। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় মনে করেন, দুর্দান্ত খেলে যথার্থ ফল পেয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। গতকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও দলের ব্যাটিং বিপর্যয়ে মিরাজ খেলেন ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় অপরাজিত ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস। আগের ম্যাচের মতো গতকালও ম্যাচসেরা মিরাজ। বাংলাদেশ অলরাউন্ডারকে নিয়ে বিশেষ স্তুতি করছেন দ্রাবিড়ও। ভারতীয় কোচ বলেছেন, ‘মেহেদী এই সিরিজে দারুণ খেলেছে। দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে। আজ (গতকাল) মাহমুদউল্লাহর সঙ্গে শেষের দিকে দারুণ জুটি গড়েছে। শেষ ১০ ওভারে ১০০ রান নিয়েই আমাদের শেষ করে দিয়েছে। আমাদের সুযোগ ছিল, তবে কৃতিত্ব তাদের দিতে হবে। তারা দুর্দান্ত খেলেছে এবং যথার্থ ফল পেয়েছে।’

বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল রোহিত শর্মাকে। তবু দলের বিপর্যয়ে হাতের চোট নিয়ে লড়েছিলেন রোহিত। ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেও ভারতকে জেতাতে পারেননি ভারতীয় অধিনায়ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত হারের ব্যাখ্যায় বলেছেন, তাঁদের বোলাররা এই সিরিজে ভালো কিছু করতে পারেননি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘৭০ রানে ৬ উইকেট পড়ার পর তারা (বাংলাদেশ) যে ২৭০ রান করেছে, তাতে আমাদের বোলাররা ভালো কিছু করতে পারেনি।

প্রথম ম্যাচের মতো এখানেও ইনিংসের মধ্য আর শেষের ওভারগুলো আমাদের ভুগিয়েছে।’

দুই ম্যাচ হেরে ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা রয়েছে। আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে দুই দল। অবশ্য তার আগেই চোটে পড়া রোহিত, কুলদীপ সেন, দীপক চাহারকে হারাচ্ছে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত