Ajker Patrika

প্রতিটি ফ্যাকাল্টিতে স্কলারশিপ

ফারিয়া ইসলাম দীপ্তি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৫২
প্রতিটি ফ্যাকাল্টিতে স্কলারশিপ

ডালহৌসি ইউনিভার্সিটি কানাডার নোভাস্কোশিয়া অঞ্চলে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। ২০৪ বছর আগে স্থাপিত কানাডার প্রাচীন ইউনিভার্সিটিগুলোর একটি এটি। কিউএস র‍্যাঙ্কিংয়ে এটি ২৭২ তম অবস্থানে রয়েছে। ডালহৌসি ইউনিভার্সিটি এদের ৩টি ক্যাম্পাসে ১৩টি ফ্যাকাল্টির অধীনে প্রায় ১৮০টি এর মত ডিগ্রি প্রোগ্রাম অফার করে থাকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী এখানে পড়তে আসে। মোট ছাত্র ছাত্রীর প্রায় ২২% কানাডার বাইরে থেকে আসা। এখানে পড়াশোনা বেশ ব্যয়বহুল। তবে শিক্ষার্থীদের জন্য কিছু কিছু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। ডালহৌসি ইউনিভার্সিটি এর রিসার্চ রিসোর্স এর জন্য ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ের ওপরও প্রাধান্য দেওয়া হয় এখানে। শিক্ষার্থীদের বিকশিত করতে প্রায় ৪০০ এর মত ক্লাব রয়েছে। পড়াশোনা বা ব্যক্তিগত কোনো সমস্যার জন্য রয়েছে কাউন্সিলিং এর ব্যবস্থা। ডালহৌসি ইউনিভার্সিটি, কানাডায় পড়াশোনা নিয়ে কথা বলেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা জেরিন রাবিতা।

স্কলারশিপ
ডালহৌসি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস। অনেকেই ভাবে আইইএলটিএস–এ ভালো স্কোর করতে পারলেই স্কলারশিপ পাওয়া যাবে। বাস্তবে এমনটা নয়। আইইএলটিএস স্কোর দিয়ে শুধুমাত্র ইংরেজির দক্ষতা যাচাই করা হয়। স্কলারশিপ পাওয়ার জন্য আগের একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে ও এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস এ অ্যাকটিভ থাকা জরুরি। স্কলারশিপ এর মধ্যে ফ্রেশম্যানদের জন্য জেনারেল এনট্রান্স অ্যাওয়ার্ড থাকে। এ ছাড়া প্রতিটি ফ্যাকাল্টির নির্দিষ্ট কিছু স্কলারশিপ পাওয়ারও সুযোগ থাকে। ডালহৌসি ইউনিভার্সিটির অন্যতম স্কলারশিপ হলো উইমেন অ্যান্ড টেকনোলজি স্কলারশিপ। তবে এই স্কলারশিপ পাওয়া কষ্ট সাধ্য ব্যাপার। খুব কম মানুষই এই স্কলারশিপ পেয়ে থাকে। এ ছাড়া ডালহৌসি ইউনিভার্সিটি যেহেতু কোয়াব এর সাথে যুক্ত আছে, তাই পড়াশোনা শেষ করে চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না।

যে সব ফ্যাকাল্টি আছে

  • ফ্যাকাল্টি অব এগ্রিকালচার
  • ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
  • ফ্যাকাল্টি অব আর্টস
  • ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি
  • ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
  • ফ্যাকাল্টি অব ল
  • ফ্যাকাল্টি অব মেডিসিন
  • ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট
  • ফ্যাকাল্টি অব সায়েন্স
  • ফ্যাকাল্টি অব হেলথ

যা যা লাগবে

  • রিকমেন্ডেশন লেটার
  • অফার লেটার
  • সকল একাডেমিক সার্টিফিকেট
  • এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস এর সার্টিফিকেট
  • আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭
  • প্রয়োজনীয় ডকুমেন্টস

খরচ ও অন্যান্য
হ্যালিফ্যাক্স শহরটি ছোট হলেও এটি কানাডার অন্যতম ব্যয়বহুল একটি শহর। অনেকেই ভাবে যেহেতু এটি টরোন্টোর বাইরে তাই এখানে স্বল্প খরচে থাকা যাবে। কিন্তু আসলে তা নয়। এখানে ট্যাক্স টরোন্টোর থেকেও বেশি। টরোন্টোতে ট্যাক্স ১২ %, এখানে ১৫ %। এ ছাড়া হ্যালিফ্যাক্স কানাডার ইস্ট কোস্টে অবস্থিত হওয়ায় এখানে জিনিসপত্র এর দামও তুলনামূলক বেশি। বাসা ভাড়া মাসিক ন্যূনতম ৭০০ থেকে ৮০০ ডলার হয়ে থাকে। তবে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবেরও সুবিধা রয়েছে। এই জব ২ ধরনের হয়ে থাকে। অন ক্যাম্পাস ও অফ ক্যাম্পাস। তবে শিক্ষার্থীদের জন্য অন ক্যাম্পাস জবই সুবিধাজনক। এ ছাড়া ডালহৌসি বিশ্ববিদ্যালয় এর ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ডেভেলপ সেন্টার থেকে অনেক ওয়ার্কশপ, ইভেন্ট এর আয়োজন করা হয় স্টুডেন্টদের পার্ট টাইম জব নিয়ে ৷

অনুলিখন: ফারিয়া ইসলাম দীপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত